ইম্ফল, ৩০ জুন: নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে মণিপুর। এখন আর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পাশে আর থাকছে না দল। দেড় মাসেরও বেশী সময় ধরে চলা মণিপুরে হিংসায় দেড়শো মানুষের মৃত্যু, পঞ্চাশ হাজার মানুষ ঘরছাড়া হওয়ার পর শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে চলেছেন এন বীরেন সিং। কিন্তু তার আগে ইম্ফলে মহানাটক।মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগপত্রের কপি ছিঁড়ে দেন তাঁর সমর্থকরা। এরপর ইম্ফলে তার বাসভবন থেকে বেরিয়ে বীরেন সিংয়ের গাড়ি রাজভবনে পদত্যাগপত্র দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় বাধা দেন তাঁর সমর্থকরা। তার গাড়ি আটকানোর চেষ্টা করেন সমর্থকরা। 'আমরা তোমার পাশে আছি' পোস্টার হাতে, স্লোগান ওঠে বীরনকে লক্ষ্য করে। বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে রাজভবনের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেন তিনি।
গত রবিবার বীরেন সিং দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে। সূত্রের খবর, তখনই তাঁকে শাহ জানিয়ে দেন, হিংসা না থামলে তাকে সরতেই হবে। গতকাল, বৃহস্পতিবার রাত থেকে ইম্ফলের পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হতে শুরু করে। ফলে প্রাক্তন ফুটবলার বীরেনের কাছে আর পদত্যাগ করা ছাড়া উপায় ছিল না। বিরোধীর দীর্ঘদিন ধরেই তাঁর ইস্তফার দাবিতে সরব।
দেখুন ভিডিয়ো
#WATCH | Manipur CM N Biren Singh outside his residence in Imphal. pic.twitter.com/1uqm0jafVE
— ANI (@ANI) June 30, 2023
দেখুন ভিডিয়ো
#WATCH | Moment when women supporting Manipur CM Biren Singh tore up his resignation letter pic.twitter.com/dB8IjWNmya
— ANI (@ANI) June 30, 2023
দেখুন টুইট
Breaking news: more high drama in Manipur. CM @NBirenSingh supporters tear his resignation letter on camera. Cm’s Meeting with governor that was scheduled for 1 pm has been pushed back. Biren Singh was once a star footballer, clearly he knows how to keep the ball in play!!… pic.twitter.com/0NEO3WOhl8
— Rajdeep Sardesai (@sardesairajdeep) June 30, 2023
গত ৬ বছর ধরে বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রী। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পুরস্কার হিসেবে ২০১৭ সালে উত্তর পূর্ব ভারতের এই সুন্দর রাজ্যের মসনদে বীরেনকে বসান মোদী-শাহ। কংগ্রেস ছেড়ে বেরিয়ে বিজেপিকে মণিপুর উপহার দিয়েছিলেন বীরেন। তাই তার বিরুদ্ধে দলে অনেক বিদ্রোহ হলেও শাহ সব সময় বীরেনকে আগলে রেখেছেন। গত বছর বীরেনকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে লড়ে ৬০টি-র মধ্যে বিজেপি জিতেছিল ৩২টি-তে, সেখানে কংগ্রেস পায় মাত্র ৫টি আসন। যদিও বিরোধীরা বারবার বীরেনের বিরুদ্ধে একনায়কতন্ত্র, আর মোদীর পাপেট সরকার চালানোর অভিযোগ তুলে আসছিলেন।