প্রতীকী ছবি (Photo Credit: File Photo)
মুজাফ্ফরনগর, ২৫ মার্চ: স্বামীকে গাছে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ (Rape) করল দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর (Muzaffarnagar) জেলায়। পুলিশ জানিয়েছে. বুধবার রাতে ওই দম্পতি যখন বাড়ি ফিরছিলেন, তখন এই ঘটনা ঘটেছে। অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। নির্যাতিতা মহিলার মেডিকেল পরীক্ষা করা হয়েছে।
বৃহস্পতিবার নিউ মান্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুই নাবালক-সহ ১০ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার অর্পিত বিজয়বর্গীয়। স্টেশন হাউস অফিসার (এসএইচও) পঙ্কজ পন্থ বলেন, নির্যাতিতা মহিলাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং খুব শীঘ্রই তাঁর বয়ান রেকর্ড করা হবে।