
নয়াদিল্লিঃ চাউমিন(Chowmein ) নিয়ে বচসা। স্ত্রীকে(Wife) খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর(Husband)। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) আগ্রার (Agra) নন্দলালপুরে। জানা গিয়েছে, অভিযুক্ত স্বামীর নাম সন্দীপ। স্ত্রী গুঞ্জনের সঙ্গে দীর্ঘদিন ধরেই বচসা লেগেছিল তার। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয় ওই দম্পতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন চাউমিন খাওয়া নিয়ে বচসা বাঁধে ওই দম্পতির মধ্যে। স্ত্রীর জন্য চাউমিন কিনে এনেছিল সন্দীপ। কিন্তু তা খেতে রাজি হননি গুঞ্জন। এই নিয়েই বিবাদের সূত্রপাত। আর বচসা চরমে পৌঁছলে স্ত্রীকে খুন করে সন্দীপ। গলায় ফাঁস দিয়ে খুন করা হয় গুঞ্জনকে, এমনটাই পুলিশকে জানিয়েছে সন্দীপ। ২০ মিনিট ধরে শ্বাসরোধ করে গুঞ্জনকে হত্যা করে সন্দীপ। স্ত্রীকে খুন করে নিজেই থানায় গিয়ে গোটা ঘটনাটি জানায় সন্দীপ। খুনের দায়ে সন্দীপকে গ্রেফতার করেছে পুলিশ।
স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার স্বামী
স্থানীয় সূত্রে খবর, বিয়ের পর থেকেই সুখী ছিল না ওই দম্পতি। বচসা লেগেই থাকত। তাই সম্প্রতি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় তাঁরা। আর কিছুদিবের মধ্যেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন গুঞ্জন ও সন্দীপ। আর এরই মাঝে স্বামীর হাতে খুন হতে হয় তাঁকে।
স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
Agra Shocker: Man Surrenders After Allegedly Strangling Wife to Death for Refusing To Eat Chowmein in Uttar Pradesh, Investigation Underwayhttps://t.co/mQNxtsGrRS#UttarPradesh #Agra #Murder
— LatestLY (@latestly) March 19, 2025