প্রতীকী ছবি (ফাইল ফটো)

নয়াদিল্লিঃ এবার প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে খুন (Murder) করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে গুরুগ্রাম (Gurugram) সেক্টর ১৫-এ। ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম করণ সিং। বয়স ৩৭। অভিযুক্ত মধ্যপ্রদেশের পান্না জেলার আত্রাই গ্রামে। বর্তমানে দিল্লির পিতমপুরা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত সে। ঐ এলাকার একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন করণের স্ত্রী পপিতা। সম্প্রতি দাম্পত্য কলহের জেরে রাস্তায় পপিতাকে কোপানোর অভিযোগ ওঠে করণের বিরুদ্ধে। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় সিভিল লাইনস থানায় একটি এফআইআর দায়ের করা হয়। এরপরই করণকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে করণ। পুরোনো আক্রোশের জেরে স্ত্রীকে খুন করেছে সে এমনটাই জানিয়েছে সে।

দাম্পত্য কলহের জের, স্ত্রীকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে খুন যুবকের