নয়াদিল্লিঃ সম্প্রতি বেঙ্গালুরুতে(Bengaluru) ঘটে গিয়েছে একটি হাড়হিম করা ঘটনা। রোজ দিনের মতোই গন্তব্যের দিকে ছুটে চলছিল বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস(Bengaluru Metropolitan Transport Corporation )। স্টপেজ আসার আগে থেকেই দরজার সামনে দাঁড়িয়েছিল এক যুবক। তাকে সিটে বসার অনুরোধ জানান বাসের কন্ডাক্টর(Bus Conductor ) যোগেশ(৪৫)। এরপরই বৈদেহী সার্কেলের কাছে আচমকা ওই কন্ডাক্টরের উপর চড়াও হয় যুবক। ব্যাগ থেকে ছুরি বের করে আঘাত করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কনডাক্টর যোগেশ। ওই অবস্থায় তাঁকে উদ্ধার করেন অন্যান্য যাত্রীরা। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর এখন বিপদমুক্ত ওই কন্ডাক্টর। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম হর্ষ সিনহা। বয়স ২৫। ঝাড়খণ্ডের বাসিন্দা। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকে। একটি বিপিও সংংস্থায় চাকর করত সে। কয়েকমাস আগে সেই চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই ঘটনায় হর্ষকে গ্রেফতার করেছে হোয়াইটফিল্ড থানার পুলিশ। ইতিমধ্যেই তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বাসের দরজার সামনে দাঁড়াতে বারণ করায় কন্ডাক্টরকে কোপাল যুবক
Man stabs Bengaluru bus conductor for telling him not to stand near doorhttps://t.co/M0RygwLe5g pic.twitter.com/H9WinEcXs4
— The Indian Express (@IndianExpress) October 2, 2024