নয়াদিল্লিঃ চুরি (Theft) যাচ্ছিল ফোন। আর তা আটকাতে গিয়ে ট্রেন (Train) থেকে পড়ে মর্মান্তিক পরিণতি এক ব্যক্তির। গুরুতর জখম হন তিনি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের(Mumbai) শাহাদ এবং আম্বিভালি স্টেশনের মাঝে। আহত ব্যক্তির নাম গৌরব নিকম। জানা গিয়েছে, এদিন ট্রেনে চেপে গন্তব্যের দিকে যাচ্ছিলেন তিনি। পথে এক পকেটমারের ফাঁদে পড়েন। তাঁর পকেট থেকে ফোন নিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আর তা বুঝে ফেলে ফোনটি রক্ষা করতে গিয়েই চলন্ত ট্রেন থেকে রেললাইনে পড়ে যান তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সরকারি রেলওয়ে পুলিশের কল্যাণ ইউনিট। পুলিশ সূত্রে খবর, ট্রেনে মোবাইল ফোন চুরি সবচেয়ে বেশি রিপোর্ট হওয়া অপরাধগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। সরকারি তথ্য অনুসারে, ২০২৩ সালের জানুয়ারী থেকে ২০২৫ সালের মে মাসের মধ্যে ২৬,০০০ এরও বেশি মোবাইল ফোন চুরি হয়েছে।
চলন্ত ট্রেনের কামড়ায় মোবাইল চুরি, ফোন বাঁচাতে গিয়ে রেললাইনে পড়লেন যুবক
Man falls off moving train during mobile snatching attempt in Thane, loses foot#Thane #TrainAccident | @AbhijitKaran25https://t.co/B1JobhG1Nz
— IndiaToday (@IndiaToday) August 4, 2025