
নয়াদিল্লিঃ সঙ্গীদের সঙ্গে মিলে বন্ধুর স্ত্রীকে (Wife) ধর্ষণ (Rape), হুমকি ও তাঁর থেকে টাকাপয়সা, জমিজমা হাতিয়ে নেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh জব্বলপুরে(Jabalpur)। নির্যাতিতার বয়স ৩২। অভিযোগ, স্বামীর বন্ধুর নরেন্দ্র শিভার ও তার সঙ্গীরা মিলে গণধর্ষণ করে তাঁকে। পুলিশকে নির্যাতিতা জানান, তাঁকে ধর্ষণ করে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে অভিযুক্তরা। এরপর সেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হয় তাঁকে। শুধু তাই নয়, নির্যাতিতার স্বামীকে সবটা বলে দেওয়ার ভয়ও দেখানো হত তাঁকে।
বন্ধুর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে
হুমকি দিয়ে তাঁর থেকে টাকাপয়সা, সোনাদানা ও জমি হাতিয়ে নেয় অভিযুক্ত যুবক। ক্রমে বাড়তে থাকে তার চাহিদা। তা মেটাতে না পেরে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। অভিযোগ, নির্যাতিতার থেকে প্রায় ১৫ লক্ষ টাকার গয়না, নগদ টাকা ও ৩০০০ স্কোয়ার ফিট জমি হাতায় অভিযুক্ত নরেন্দ্র ও তার সঙ্গীসাথীরা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত নরেন্দ্র ও তার সঙ্গীদের খোঁজ চলছে।
বন্ধুর স্ত্রীকে গণধর্ষণ করে লুট ১৫ লক্ষের গয়না ও জমিজমা, পলাতক যুবক
Jabalpur Shocker: Man Rapes Friend's Wife in Madhya Pradesh, Extorts INR 15 Lakh Jewellery and 3,000 Sq Ft Land From Victim After Blackmailing Her With MMS; Bookedhttps://t.co/415RYv0pv1#Jabalpur #Rape #Maihar #Extortion #Blackmail #MadhyaPradesh
— LatestLY (@latestly) April 2, 2025