ফের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন। নৃশংসভাবে খুন করা হল এক বৃদ্ধকে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের অনুপ্পুর জেলার সাকারিয়া গ্রামে। কুয়ো থেকে উদ্ধার বৃদ্ধের দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ভাইয়ালাল রাজক। বয়স ৬০। তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। প্রথম স্ত্রী ছেড়ে যাওয়ার পর দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। কিন্তু দ্বিতীয় স্ত্রী গুড্ডি বাই সন্তানের জন্ম দিতে না পারায় ফের বিয়ের পরিকল্পনা করেন তিনি। গুড্ডি বাইয়ের বোনের প্রেমে পড়েন তিনি। মুন্নিকে বিয়ের প্রস্তাব দেন। তাতে রাজি হলে শ্যালিকা মুন্নিকে বিয়ে করেন তিনি। কিন্তু ভাইয়ালালকে বিয়ে করলেও মুন্নিকে ভালবাসত অন্য এক যুবককে। ওই যুবকের নাম নারায়ণ দাস কুশওয়ার। তাঁর প্রেমেই হাবুডুবু খায় মুন্নি। একসঙ্গে থাকার পরিকল্পনা করে ফেলে এই যুগল। আর তাই পথের কাঁটা ভাইয়ালালকে খুনের পরিকল্পনা করা হয়। ২৫ বছরের ধীরজ নামে এক তরুণকে খুনের দায়িত্ব দেওয়া হয়। সেই মতো ঘরে যখন ঘুমিয়েছিলেন ভাইয়ালাল তখন ঘরে ঢোকে ধীরজ ও নারায়ণ। এরপরই লোহার রড দিয়ে মাথায় মেরে তাঁকে খুন করা হয়। এরপর দেহ বস্তায় মুড়ে কুয়োয় ফেলে দিয়ে পালায় তারা। পরদিন কুয়ো থেকে জল তুলতে গিয়ে কুয়োয় কিছু একটা পরে থাকতে দেখে প্রতিবেশীদের ডাকেন গুড্ডি। এরপর স্থানীয়রা এসে দেহটি উদ্ধার করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের দায়ে মুন্নি, নারায়ণ ও ধীরজকে গ্রেফতার করেছে পুলিশ।
শ্যালিকাকে ভালবেসে তৃতীয়বার বিয়ে, সেই স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন বৃদ্ধ
A man was reportedly found dead in a well in Sakaria village of Anuppur district, Madhya Pradesh. Police have arrested three people, including his third wife in connection with the murder, which reportedly involved a complex web of family disputes and an illicit affair
Read more… pic.twitter.com/4DXjCYRuYn
— Hindustan Times (@htTweets) September 7, 2025