নয়াদিল্লিঃ টাকার(Money) বিনিময়ে বন্ধুদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ(Rape) করাল যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বুলন্দশহরে(Bulandshahr)। জানা গিয়েছে, ঘটনাটি তিন বছর আগের। কিন্তু লজ্জায়, ভয়ে কাউকে কিছু বলতে পারেননি ওই মহিলা। অভিযুক্ত স্বামী সৌদি আরবে থাকে। বছরে একবার বাড়ি সে। ২০২২ সালে বাড়ি এসে দুই বন্ধুর সামনে জোর করে স্ত্রীকে নিয়ে আসে সে। ওই মহিলাকে ধর্ষণ করে স্বামীর দুই বন্ধু। গোটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে অভিযুক্ত।
বিহারে হাড় হিম করা ঘটনা, শুরু তদন্ত
এরপর সেই ভিডিয়ো দেখিয়ে স্ত্রীকে মুখ বন্ধ রাখার হুমকি পর্যন্ত দিতে থাকে সে। ভয়ে কাউকে কিচ্ছুটি বলেন না নির্যাতিতা। সম্প্রতি সৌদি আরব থেকে বুলন্দশহরে আসে অভিযুক্ত স্বামী। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে অন্য একটি বিষয় নিয়ে ঝামেলা শুরু হতে রাস্তায় বেরিয়ে চিৎকার করে সমস্ত ঘটনার কথা জানানা নির্যাতিতা মহিলা। তিনি এক মাসের অন্তঃসত্ত্বা তাও জানান। এরপর ভাই এবং পরিবারের সাহায্যে পুলিশের দ্বারস্থ হন তিনি। স্বামী এবং তার বন্ধুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নির্যাতিতার ভাই বলেন, "এত বছর পুরো ব্যাপারটি চেপে গিয়েছিল ও। একা সমস্ত ঝড়ঝাপটা কাটিয়েছে। অবশেষে সব সত্য ফাঁস করার সাহস দেখিয়েছে। আমরা বিচার চাই। দোষীরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের দ্রুত গ্রেফতার করা হোক।"
টাকার বিনিময়ে জোর করে বন্ধুদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ
UP Horror: Man Living in Saudi Arabia Lets Friends Rape His Wife for Money in Bulandshahr, Watches Sex Assault Videoshttps://t.co/yiOkvstvI1#SaudiArabia #Bulandshahr #UttarPradesh
— LatestLY (@latestly) January 9, 2025