রাহুল এবং তনু (ছবিঃX)

নয়াদিল্লিঃ অন্যজাতের মেয়েকে বিয়ে (Wedding) করেছে মেয়ে তা কিছুতেই মানতে পারেনি বাবা রাগে নার্সিং কলেজে ঢুকে জামাইকে গুলি করে খুন করল শ্বশুর হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বিহারে অভিযুক্তের নাম প্রেমশঙ্কর ঝা জামাই রাহুল কুমার(২৫) কে খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে

জানা গিয়েছে, বিহারের দ্বারভাঙা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিএসসি নার্সিং পড়ছিলেন রাহুল ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্রী তনু অর্থাৎ প্রেমশঙ্কর ঝায়ের মেয়ে কলেজে পড়তে পড়তেই রাহুল তনুর মধ্যে সম্পর্ক হয় বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা তবে এই বিয়েতে মত ছিল না তনুর পরিবারের বাড়ির অমতেই বিয়ে করে এই যুগল বিয়ের পর হস্টেলেই থাকতেন তনু রাহুল হোস্টেলের আলাদা আলাদা তলায় ছিল তাঁদের ঘর মেয়ের বিয়ের পর থেকেই রাগে ফুঁসছিল প্রেমশঙ্কর মঙ্গলবার হোস্টেলে হানা দেয় সে বন্দুক হাতে খুঁজে বের করে জামাইকে এরপর রাহুলকে লক্ষ্য করে গুলি চালায় সে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুলের তনুর কথায়, "বাবার হাতে বন্দুক ছিল আমার চোখের সামনে রাহুলের বুকে গুলি করে ওকে মেরে দিল" প্রেমশঙ্কর গুলি চালালেও এই ঘটনায় গোটা পরিবার জড়িত বলে অভিযোগ তনুর ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে হোস্টেলের পড়ুয়াদের হাতে মার খেয়ে হাসপাতালে প্রেমশঙ্কর

অন্যজাতের ছেলেকে বিয়ে মেয়ের, কলেজে ঢুকে জামাইকে গুলি শ্বশুরের