Representational Image (Photo Credits: PTI)

থানে: নাবালক ছেলে-মেয়ে আর স্ত্রীকে ক্রিকেট ব্যাট (cricket bat) দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক মদ্যপ ব্যক্তির (Alcoholic) বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে থানের (Thane) কাসারভাদাভালি পুলিশ স্টেশন (Kasarvadavali police station) এলাকায়। বিষয়টিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। আরও পড়ুন: Ahmedabad Cyber Fraud: ইনস্টাগ্রাম একাউন্টের ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁসের হুমকি দিয়ে ব্ল্যাকমেল গুজরাতের যুবতীকে (দেখুন বিস্তারিত)

বৃহস্পতিবার কাসারভাদাভালি পুলিশ স্টেশনের আধিকারিকরা জানান, অভিযুক্ত ওই ব্যক্তির নাম অমিত ধরমবীর বাগদি। হরিয়ানার (Haryana) হিসার জেলার খারারালিপুর গ্রামের (Khararalipur village) বাসিন্দা ২৯ বছরের অমিতের বিয়ে হয়েছিল ২৪ বছরের ভাবনার সঙ্গে। তাদের দুই সন্তান ছিল আট বছরের অঙ্কুশ ও ৬ বছরের খুশি। কোনও কাজ না করে সারাদিন মদ খেত অমিত। অবসাদে ডুবে থাকত। এইসব বিষয় নিয়ে অনেকবার পরিবারে ঝগড়া হয়। কিছুদিন আগে বিরক্ত হয়ে ভাবনা ছেলে ও মেয়েকে নিয়ে থানের শেন্দোবা চকে অবস্থিত দেওর বিকাশ ধর্মবীর বাগদির বাড়ি সিদ্ধিবিনায়ক নিবাসে চলে আসেন।

এতে বিরক্ত হয়ে, তার স্ত্রী ভাবনা, তার বাচ্চাদের সাথে, কিছুদিন আগে তার শ্যালক বিকাশ ধর্মবীর বাগদির সিদ্ধিবিনায়ক নিবাস, শেন্দোবা চকের বাড়িতে তার বাড়িতে চলে আসেন। কয়েকদিন আগে অমিত ভাইয়ের বাড়িতে এসে পৌঁছয়। তারপর তিনদিন ধরে পরিবারের সঙ্গেই স্বাভাবিকভাবে থাকছিল। বৃহস্পতিবার সকাল সাতটার সময় কাজে বেরিয়ে গেছিলেন বিকাশ। দুপুরে বাড়ি ফিরে দেখেন বৌদি আর ভাইপো-ভাইঝির রক্তাক্ত মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। কিছুটা দূরে পড়ে রয়েছে তাজা রক্তমাখা একটি ক্রিকেট ব্যাট। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠায়।

বাড়ির মালিক জয়বন্ত এন সিং-এর অভিযোগের ভিত্তিতে তিনটি খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের সন্দেহ, অভিযুক্ত ব্যক্তি রাজ্য ছেড়ে অন্য জায়গায় পালিয়েছে। আরও পড়ুন: Rajouri Terrorist Attack: রাজৌরিতে জঙ্গি হামলার জেরে শহিদ তিন সেনা জওয়ান,জখম আরও ৩; Video