সিসিটিভি ফুটেজ (ছবিঃX@PTI)

নয়াদিল্লিঃ দিল্লিতে ফের হিট অ্যান্ড রান। পথচারীকে পিষে দিল বেপরোয়া গাড়ি। কাঠগড়ার ১৬ বছরের নাবালক। ঘটনাটি ঘটেছে দিল্লির সমায়পুর বদলি এলাকায়। পথচারীকে ৬০০ মিটার টেনে নিয়ে গেল গাড়ি। জানা গিয়েছে, গত ২৩ অগস্ট ওই এলাকার একটি পিভিসি পাইপ কারকাখানার পাশে এই ঘটনা ঘটে। একটি আই১০ গাড়ি পথচারীকে পিষে দেন। হাসপাতালে নিয়ে গেলে সুজিত মণ্ডল নামে ওই পথচারীর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় নাবালককে হাতের ইশারায় গাড়ি থামাতে বলেন এক ব্যক্তি। কিন্তু তাঁর কথায় কর্ণপাত না করে পথচারীকে গাড়িত নীচে আটকে ৬০০ মিটার পর্যন্ত নিয়ে যায় ওই নাবালক। আহত পথচারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনার ৬ ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে ওই চালককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

দিল্লিতে হিট অ্যান্ড রান, পথচারীকে গাড়ির চাকায় আটকে ৬০০ মিটার টেনে নিয়ে গেল নাবালক