নয়াদিল্লিঃ ডিমের ঝোল খাওয়ার সাধ হয়েছিল। সেই মতো বাজার থেকে ডিমও কিনে এনেছিলেন। কিন্তু ডিম রান্না করতে রাজি হননি স্ত্রী। এরপরই স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। রাতে ঘর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে, আত্মহত্যা বলে অনুমান পুলিশের। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের ধামতারি জেলার সিহাওয়া থানার অন্তর্গত শঙ্করা গ্রামে। মৃতের নাম টিকুরাম সে। বয়স ৪০। সোমবার রাতে ঘর থেকে উদ্ধার হয় তাঁর দেহ।
স্ত্রীর উপর অভিমানে আত্মঘাতী এক ব্যক্তি
স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় বাজার থেকে ডিম কিনে এনেছিলেন তিনি। স্ত্রীকে ডিমের ঝোল রেঁধে দিতে বললে বেঁকে বসেন তিনি। জানিয়ে দেন, রান্না করতে পারবেন না। এই নিয়ে দু'জনের মধ্যে অশান্তি শুরু হলে ঘরের দরজা আটকে নিজেকে বন্দি করেন টিকুরাম। এরপরই ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। মৃতের স্ত্রী জানান, ওইদিন এলাকায় 'কারু ভাত' উৎসব থাকায় উপবাস করেছিলেন তিনি। তাই আমিষ রান্না করতে রাজি হননি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ডিমের ঝোল রেঁধে না দেওয়ায় স্ত্রীর উপর অভিমনে আত্মঘাতী ব্যক্তি
Man Dies By Suicide After Wife Refuses To Cook Egg Curry In Chhattisgarh: Cops https://t.co/FIGCBOU6OP pic.twitter.com/VC7H6S41Wb
— NDTV (@ndtv) August 26, 2025