প্রতীকী ছবি (Photo Credit: File Image)

নয়াদিল্লিঃ দিন কয়েক আগেই আত্মঘাতী (Suicide) হয়েছে আদরের মেয়ে (Daughter)। 'প্রতিশোধ' নিতে নাবালকের গায়ে অ্যাসিড (Acid) ছুড়লেন মৃতার বাবা। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গোয়ার (Goa) মাউপুসা এলাকায়। জানা গিয়েছে, কয়েকদিন আগেই আত্মঘাতী হয় ওই এলাকার ১৭ বছরের এক নাবালিকা। মাউপুসা এলাকার একটি স্কুলে পড়ত সে। সেখানেই এক সহপাঠীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। কিন্তু খুব বেশিদিন টেকেনি সেই সম্পর্ক। বিচ্ছেদের পরই আত্মঘাতী হয় ওই নাবালিকা।

নাবালককে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ল এক ব্যক্তি

আর সেই শোকে পাথর হয়েই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন নাবালিকার বাবা। সোমবার যখন স্কুল যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করছিল মৃতার প্রাক্তন প্রেমিক, তখন তাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়েন ওই ব্যক্তি। এই ঘটনায় নাবালকের দেহের ৩০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেন ওই ব্যক্তি। পুলিশে তিনি জানান,যে সংস্থায় তিনি কাজ করেন সেখান থেকেই ৫ লিটার অ্যাসিড চুরি করেন। নিজের স্কুটারে সেই অ্যাসিড লুকিয়ে রেখেছিলেন। এরপর নাবালককে লক্ষ্য করে ছোড়া হয় সেই অ্যা সিড। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা সহ গোয়া চিলড্রেন্স অ্যাক্টের ধারায় মামলা রুজু করা হয়েছে।

আত্মঘাতী হয়েছে সন্তান, 'প্রতিশোধ' নিতে মেয়ের প্রাক্তন প্রেমিকের গায়ে অ্যাসিড ছুড়ল বাবা