Kerala HC (Photo: IANS)

কোচি, ১৯ জানুয়ারি: করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে দেশের বেশিরভাগই আদালতেই ভার্চুয়াল শুনানি (Virtual Hearing) হচ্ছে। তবে অনেক সময় এই ভার্চুয়াল শুনানিতে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বিচারপতিদের। অনেক সময় সঠিক পোশাক না পরেই ক্যামেরার সামনে চলে আসছেন কেউ কেউ। সম্প্রতি, কেরালা হাইকোর্টের (Kerala HC) একটি মামলার ভার্চুয়াল শুনানিতে একজনকে হয় দাঁত ব্রাশ (Brushing) করতে, না হয় দাড়ি কামাতে (Shaving) দেখা গিয়েছে।

বিচারপতি ভিজি অরুণের সামনে শুনানির সময় এই ঘটনা ঘটে। তবে, বিচারপতি ঘটনাটি লক্ষ্য করেননি। কিন্তু এর একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়ি পড়েছে। ভিডিওতে, এক ব্যক্তিকে ঘরের মধ্যে চলাফেরা করতে দেখা গিয়েছে। ঘরটি ওয়াশরুম বলেই মনে হচ্ছে। দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি হয় দাড়ি কামাচ্ছেন, না হয় দাঁত ব্রাশ করছেন। বিচারকের নজরে না এলেও শুনানিতে উপস্থিত অন্যরা সবটাই দেখেছেন। আরও পড়ুন: Mamata Banerjee: অখিলেশের ডাকে মমতার প্রচার, ৮ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী

প্রধান বিচারপতি এস মণিকুমারের নেতৃত্বে হাইকোর্টের প্রশাসনিক কমিটি কেরালা হাইকোর্টে ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নিয়েছে। আপাতত এক মাসের জন্য ভার্চুয়াল শুনানি চলবে।