বিয়ের অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল পাত্রের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) বাগলকোটের জামথন্দি শহরে। মৃত যুবকের বয়স মাত্র ২৫ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে স্থানীয় থানার পুলিশ। তাঁরা ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর কারণ প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি নিয়ে স্পষ্ট ধারনা হবে বলে মনে করছন তদন্তকারীরা। খুশির মুহূর্তে আচমকা এমন ঘটনা ঘটায় শোকস্তব্ধ হয়ে পড়ে দুই পরিবারের সদস্যরা।

বিয়ের অনুষ্ঠানে মৃত্যু যুবকের

পরিবার সূত্রে খবর, মৃত যুবকের নাম প্রবীন। এদিন সকালে বিয়ের অনুষ্ঠানে সবকিছুই স্বাভাবিক ছিল। তবে পাত্রীর গলায় মঙ্গলসূত্র পরানোর কিছুক্ষণ পরেই আচমকা বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যায় প্রবীন। তাঁর পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা প্রবীনকে মৃত বলে ঘোষণা করেন।

হৃদরোগে আক্রান্ত হচ্ছেন অল্পবয়সীরাও

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রদেশের এক বছর ২৩-এর যুবতী বিয়ের আগের রাতে সঙ্গীত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে একই ভাবে মৃত্যু হয়। এমনকী গত বছরের ডিসেম্বর মাসে উত্তরপ্রদেশের আলিগড়ে বছর ১৪-এর এক কিশোরের স্কুল থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।