নতুন দিল্লি, ১৮ জুলাই: বেঙ্গালুরুতে দু'দিনের বৈঠকে ঠিক হয়ে গেল বিরোধী জোটের নাম। বিরোধী জোটের নাম দেওয়া হল- INDIA। দেশের ২৬টি বিরোধী দলগুলিকে নিয়ে গড়া জোটের নাম হল-ইন্ডিয়ান ন্যাশানাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স (ভারতের জাতীয় গণতান্ত্রিক অন্তর্ভুক্ত জোট)। সংক্ষেপে INDIA। NDA, UPA-র পর দেশের রাজনীতি নতুন জোট। Indian National Democratic Inclusive Alliance।
বিরোধী জোটের নাম ঘোষণার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইট, জুড়বে ভারত, জিতবে ইন্ডিয়া (भारत जुड़ेगा, INDIA जीतेगा)। তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন লিখলেন, চক দে ইন্ডিয়া। বিরোধী জোটের বৈঠক শেষে মমতা বললেন, "এনডিএ তোমরা কি INDIA-কে চ্যালেঞ্জ করতে পারবে? আমরা দেশকে ভালবাসি, আমরা দেশপ্রেমী।"
দেখুন মমতা কী বললেন
PHOTO | "You heard of UPA, NDA is still there. But NDA, can you challenge INDIA? BJP, can you challenge INDIA? We love our motherland, we are patriotic," says West Bengal CM Mamata Banerjee in joint press conference after Bengaluru opposition meeting. pic.twitter.com/GDC5Ci7uCu
— Press Trust of India (@PTI_News) July 18, 2023
দেখুন রাহুল গান্ধীর টুইট
भारत जुड़ेगा, INDIA जीतेगा 🇮🇳
— Rahul Gandhi (@RahulGandhi) July 18, 2023
দেখুন ডেরেক ও'ব্রায়েন
Chak De! INDIA
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 18, 2023
কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জন খাড়গে জানান, "বেঙ্গালুরুতে হাজির হওয়া বিরোধী দলের জোট দেশের ১১টি রাজ্যে ক্ষমতায় আছে। বিজেপিও গতবার ৩০৩টি লোকসভা আসনে জিতেছিল শরিক দলের সাহায্য নিয়ে। এবার আমরা একসঙ্গে লড়ে দেশের ক্ষমতা থেকে স্বৈরাচারী নরেন্দ্র মোদীকে সরাবো।"পাশাপাশি খাড়গে বলেন, " কংগ্রেস ক্ষমতা বা প্রধানমন্ত্রীত্বের পদ নিয়ে আগ্রহী নয়। এই মিটিংয়ের উদ্দেশ্য আমাদের জন্য ক্ষমতা অর্জন করা নয়, এটা সংবিধান, গণতন্ত্র, সেকুলারিজম এবং সামাজিকবিচার রক্ষা করার জন্য।
কংগ্রেস সভাপতির কথায়, বিরোধী দলগুলির মধ্যে মত পার্থক্য রয়েছে। তবে তাঁরা প্রত্যেকে দেশের সাধারণ মানুষের স্বার্থে, দলিতের স্বার্থে, আদিবাসী মানুষের স্বার্থে, যুব সম্প্রদায়ের স্বার্থে কাজ করেন। দেশে সংখ্যালঘুদের শব্দকে যেভাবে চুপ করিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে একযোগে তাঁরা করবেন বলে জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
১৭ জুলাই থেকে বেঙ্গালুরুতে বসেছে বিজেপি বিরোধী দলগুলির বৈঠক। যেখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এনসিপি-সহ দেশের একাধিক বিরোধী দল হাজির হয়েছে। লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী শক্তিগুলি এক ছাদের নীচে হাডির হয়েই চলছে বৈঠক।
বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে হাজির যারা
কংগ্রেস: মল্লিকার্জন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী
তৃণমূল: মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়
আপ: অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় সিং, রাঘব চাড্ডা
জনতা দল ইউনাইটেড: নীতীশ কুমার
রাষ্ট্রীয় জনতা: লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব
সমাজবাদী পার্টি: অখিলেশ যাদব
ডিএমকে: এমকে স্ট্যালিন
শিবসেনা- উদ্ভব ঠাকরে, আদিত্য ঠাকরে, সঞ্জয় রাউত
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা: হেমন্ত সোরেন
পিডিপি- মেহবুবা মুফতি
ন্যাশানল কনফারেন্স- ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা
রাষ্ট্রীয় লোক দল- জয়ন্ত সিং
জাতীয়তাবাদী কংগ্রেস: শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে
বাম দলগুলি: সীতারাম ইয়েচুরি, ডি রাজা
কেরলের বেশ কিছু ইউডিএফ-র দল।