ত্রিপুরায় ভোটপ্রচারে জোর কদমে নেমে পড়ার আগে অন্য মেজাজে দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের আগে দু দিনের ত্রিপুরা সফরের শুরুটা নিজের স্টাইলে করলেন দিদি। আচমকাই আগরতলার এক দোকানে ঢুকে শিঙাড়া তৈরি করতে থাকেন মমতা। শিঙাড়ার জন্য ময়দার লেচি বেলতে দেখা যায় তাঁকে। এরপর অন্য একটি দোকানে ঢুকে পান বানাতে থাকেন মমতা। মমতার সঙ্গেই আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল,মঙ্গলবার আগরতলায় রোড শো করার কথা কথা মমতা। ত্রিপুরায় আম জনতার কাছে পৌঁছে যাওয়ার সব চেষ্টাই করতে চাইছেন দিদি। সোমবার আগরতলা বিমানবন্দরে নামেন মমতা। বাংলার সঙ্গে ত্রিপুরার অনেক মিল। বাংলা মডেলেই ত্রিপুরায় জয় করার বার্তা দিচ্ছেন মমতা। আগরতলার পথে পথে মমতা জমিয়ে জনসংযোগ করলেন। পাশাপাশি মমতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন।
এভাবে সবার সঙ্গে মিশে যাওয়াটা মমতা বারবার করেছেন। গত বছর নভেম্বরে ঝাড়গ্রমে ফেরার পথে শিলদার কাছে এক গ্রামে চপের দোকানে ঢুকে পড়েন মমতা। দার্জিলিংয়ে গিয়ে আবার দিদি মোমো বানান। আরও পড়ুন-সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসকে সমর্থন বামেদের, ফের কাছাকাছি হাত কাস্তে
দেখুন টুইট
ভোটের আগে ২দিনের সফরে ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যেবেলায় হালকা মেজাজে মুখ্যমন্ত্রী। দোকানে ঢুকে বানালেন শিঙারাও #mamatabanerjee #tripura #tmc pic.twitter.com/LQjAoCYtWT
— ABP Ananda (@abpanandatv) February 6, 2023
ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৬০টি-র মধ্যে তৃণমূল মোট ২৮টি আসনে প্রার্থী দিয়েছে। কারও সঙ্গে জোট না করে বিজেপি শাসিত উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে একাই লড়ছে তৃণমূল। বাংলার প্রাক্তন মন্ত্রী, বিজেপিতে গিয়ে ফের দলে ফেরা রাজীব বন্দ্যোপাধ্যায়, অসমের সুস্মিতা দেবকে ত্রিপুরার দায়িত্ব দিয়েছেন দিদি। তবে ত্রিপুরায় জোড়া ফুলের মূল দায়িত্ব অভিষেকের কাঁধেই আছে। ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় এক দফায় ভোট। ত্রিপুরায় তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী, বর্ষীয়ান নাগরিকদের দু হাজারা টাকা সহ নানা প্রতিশ্রুতির কথা বলা হয়েছে।