আইপিএল বেটিং র্যাকেট (IPL Betting Racket) চালানোর অভিযোগে ৬ জনকে গ্রেফতার করল নয়ডা পুলিশ (Noida Police)। ধৃতদের নাম ইমরান ওরফে নাজির, অখিলেশ পালিওয়াল, জাভেদ, মহসিন, প্রভেজ এবং তাহির। এরা সকলেই বুলন্দশহরের বাসিন্দা। নয়ডার সেক্টর ১০ থানার অধীন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
দেখুন ভিডিও:
#Noida Police (@noidapolice) has busted a major #IPL betting racket in the city and arrested six persons in this connection, an official said.#IPL2022 pic.twitter.com/LLp23Vx6eg
— IANS (@ians_india) April 2, 2022