নতুন দিল্লি, ২০ অক্টোবর: সিএএ নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (J P Nadda) তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গতকাল শিলিগুড়িতে জেপি নাড্ডা বলেন, করোনাভাইরাস সংক্রান্ত মহামারীর কারণে সিএএ কার্যকরে দেরি হচ্ছে। কিন্তু শীঘ্রই এই আইন রূপায়ণ করা হবে। তাঁর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
তিনি টুইট করে বলেন, 'জেপি নাড্ডা বলেছেন সিএএ খুব শীঘ্রই রূপায়ণ করা হবে। বিজেপি আমরা কাগজ দেখানোর আগে তোমাদের রাস্তা দেখিয়ে দেব'। গতকাল রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। বিজেপি সভাপতি বলেন, সিএএ অবশ্যই কার্যকরী হবে। এখন নিয়ম-কানুন তৈরি হচ্ছে। করোনার কারণে কিছুটা থমকে গিয়েছে। করোনা সংকট কেটে গেলেই সাধারণ মানুষ এর সুবিধা পাবেন।
আরও পড়ুন, করোনা সারিয়ে বাড়ি ফিরলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
তিনি বলেন, সিএএ সংসদে অনুমোদিত হওয়ার পর আইনে পরিণত হয়েছে। বিজেপি এই আইন রূপায়ণে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, সংসদে ছাড়াও রাস্তায় নেমেও শুরু থেকে সিএএ-র বিরোধিতা করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, এই আইনের বিরুদ্ধে পথে নেমে সোচ্চার হয়েছেন।