সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বিভিন্ন জেলাতে মাথাচাড়া দিয়ে উঠেছে দুষ্কৃতিরা। এমনকী মহরমের দিন অশান্তি লাগল বিহারে। রবিবার কাটিহারে (Katihar) মহরমের মিছিল ঘিরে ছড়াল উত্তেজনা। কার্যত ইতিবৃষ্টি, লাঠি, রড দিয়ে হামলা চলল দুপক্ষের মধ্যে। ঘটনাটি ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় নয়াতলায়। যদিও পরবর্তীকালে পুলিশের বিশাল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ক্ষতিগ্রস্থ স্থানীয় মহাবীর মন্দির। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। স্থানীয় প্রশাসনের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্দিরে হামলা চালানো হয়

জানা যাচ্ছে, এদিন বিকেলের দিকে নয়াতলা দিয়ে শান্তিপূর্ণ ভাবেই যাচ্ছিল মহরমের মিছিল। সেই সময় কয়েকজন যুবকের মধ্যে বচলা লাগে। সেখান থেকে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায়। কার্যত স্থানীয় একটি মহাবীর মন্দিরকে লক্ষ্য করে পাথরবাজি শুরু করে কয়েকজন। যার জেরে ক্ষতিগ্রস্থ মন্দির প্রাঙ্গন। এমনকী আশেপাশের বাড়িতেও পাথর লাগে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে চলে আসে পুলিশ বাহিনী। তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার তদন্ত করছে পুলিশ

পরবর্তীকালে ঘটনাস্থলে আসেন জেলাশাসক মানেশ কুমার মীনা। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কোনওভাবেই হামলার ঘটনা পুনরায় যেন না ঘটে সেদিকে লক্ষ্য রেখেছে পুলিশ। অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, হামলাকারীদের চিহ্নিতকরণের করা কাজ চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।