নয়াদিল্লিঃ মিড ডে (Mid-day Meal) মিলের খাবারে মৃত সাপ (Snake)। ঘটনাটি ঘটেছে পশ্চিম মহারাষ্ট্রের (Maharashtra) সাংলি (Sangli) জেলার একটি অঙ্গনওয়াড়ি স্কুলে (Anganwadi School)। শিশুদের জন্য বরাদ্দ মিড-ডে মিলের প্যাকেটে একটি ছোট মৃত সাপ পাওয়া গিয়েছে বলে অভিযোগচ। সোমবার, এক শিশুর বাবা-মা এই ঘটনার অভিযোগ করেন। রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ইউনিয়নের সহ-সভাপতি আনন্দী ভোসলে বলেন, "পালুসে এক অঙ্গনওয়াড়ি স্কুলের মিড-ডে মিলে মৃত সাপ পাওয়া গিয়েছে বলে অভিযোগ করেছেন এক শিশুর অভিভাবক। সোমবার, পালুসে অঙ্গনওয়াড়ি কর্মীরা এই খাবারের প্যাকেট বিতরণ করেছিলেন। ছয় মাস থেকে তিন বছর বয়সী শিশুরা অঙ্গনওয়াড়ি থেকে মিড-ডে মিলের প্যাকেট পায়। এই প্যাকেটে মূলত খিচুড়ি দেওয়া হয় তাদের।" এই ব্যাপারে আর কোনও মন্তব্য করেননি তিনি। এই ঘটনার পর, সাংলি জেলা পরিষদের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার সন্দীপ যাদব এবং খাদ্য নিরাপত্তা কমিটির অন্যান্য আধিকারিকরা ওই অঙ্গনওয়াড়ি স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়ে খাবারের প্যাকেটটি নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করেন তাঁরা। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বাঁকুড়ার গঙ্গাজলঘাটির লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের মিড-ডে মিলে কাঁকড়া বিছে পাওয়া গিয়েছিল। কাঁকড়া বিছে ফেলে ওই খাবার খেয়ে নেওয়ার পরামর্শ দেন শিক্ষকরা, এমনটাই অভিযোগ। এই ঘটনাকে ঘিরে উত্তাল হয় স্কুল চত্বর। পড়ুয়া ও অভিভাবক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।