রত্নগিরি, ২৭ অগাস্টঃ আরজিকর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College) নাইট ডিউটি করা মহিলা জুনিয়ার পড়ুয়া ডাক্তারকে খুন এবং ধর্ষণের ঘটনায় জনরোষ ক্রমেই বাড়ছে। নির্যাতিতার সুবিচারের দাবিতে এখনও আন্দোলন চলছে দিকে দিকে। রাজ্যের বাইরেও আরজি কর-কাণ্ডের রেশ ছড়িয়েছে। বিভিন্ন রাজ্যের হাসপাতালের চিকিৎসকদের একাংশ আন্দোলন, মোমবাতি মিছিল করেন ন্যায় বিচারের দাবি জানিয়ে। এমন এক সংকটজনক পরিস্থিতিতে মহারাষ্ট্রের (Maharashtra) রত্নাগিরিতে (Ratnagiri) এক নার্সিং পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। শরীরে একাধিক আঘাত, সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই তরুণীকে। হাসপাতালে চিকিৎসা চলছে বছর কুড়ির ওই নার্সিং পড়ুয়ার। হাসপাতাল সূত্রে খবর, নির্যাতিতার দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। যা দেখে প্রাথমিকভাবে যৌন হেনস্থা বা ধর্ষণ বলেই সন্দেহ হচ্ছে।
নার্সিং পড়ুয়াকে ধর্ষণের খবর ছড়াতেই স্থানীয় বাসিন্দা এবং রত্নাগিরির নার্স, হাসপাতাল কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। অপরাধীর মৃত্যুদণ্ডের দাবিতে হাসপাতালের বাইরে জমায়েত করে বিক্ষোভে নামেন তাঁরা। ঘটনার প্রতিবাদ জানিয়ে হাতে ব্যানার, স্লোগান তুলে রাস্তায় নেমে প্রতিবাদ করছে স্থানীয়রা। রত্নাগিরির বেশ কয়েকটি জায়গায় যান চলাচল বন্ধ করেছে আন্দোলনকারীরা। যার ফলে সকাল সকাল অফিস যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে। পরিস্থিতি বেগতিক হতেই পুলিশ এসে তা সামলানোর চেষ্টা করে। স্থানীয় প্রশাসনের তরফে এই মামালাটির তদন্তে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
ঘটনায় এফআইআর দায়ের করে পুলিশের তরফে দোষী কিংবা দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। তবে এই ঘটনা কেবল নার্সিং গোষ্ঠীই নয়, নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।