নয়াদিল্লিঃ মহারাষ্ট্রে (Maharashtra )ফের 'হিট অ্যান্ড রান' (Hit and Run)। মঙ্গলবার, নাসিকে একটি দ্রুতগামী গাড়ির (Car) ধাক্কায় মৃত্যু (Death) হয়েছে ৩৬ বছর বয়সী এক মহিলার। জানা গিয়েছে,মঙ্গলবার বিকেল ৫টার টা নাগাদ গঙ্গাপুর এলাকায় বৈশালী শিন্ডে নামে এক মহিলাকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে সাদা রঙের একটি গাড়ি। ধাক্কায় বাতাসে উড়ে ১৫-২০ মিটার দূরে গিয়ে পড়েন তিনি। সঙ্গে-সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি ছুটে আসেন। আহত মহিলাকে হাসপাতালে নিয়ে ছোটেন তাঁরা। কিন্তু হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনাটি রাস্তার পাশে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। গাড়িটিকে চিহ্নিত করার কাজ চলছে। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা দায়ের করেছে নাসিক পুলিশ। সাড়ে ৫টা নাগাদ বাইকে করে ওরলির কোলিওয়াড়া থেকে সাসুন ডকে মাছ কিনতে গিয়েছিলেন এক দম্পতি। ফেরার পথে তাঁদের বাইকের পিছনে ধাক্কা দেয় একটি বিএমডব্লিউ। সংঘাতের ফলে ছিটকে গিয়ে গাড়ির বনেটে পড়েন মহিলা এবং তাঁর স্বামী । প্রাণ বাঁচাতে সেখান থেকে কোনও মতে রাস্তায় ঝাঁপ দেন ওই ব্যক্তি। কিন্তু মহিলা পারেননি। বিএমডব্লিউর চাকায় পিষে যান । আহত মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, গাড়িটি ছিল শিবসেনা নেতা রাজেশ শাহের ছেলে মিহির শাহর। ঘটনার সঙ্গে সঙ্গে গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। ঘটনার ২ দিন পর তাঁকে আটক করেছে পুলিশ।
Woman Killed By Speeding Car In Another Hit-And-Run Case In Maharashtra https://t.co/HvgMVkqiZ4 pic.twitter.com/Sko94sKFxC
— NDTV (@ndtv) July 10, 2024