মুম্বই, ২৯ ডিসেম্বর: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Chief Minister of Maharashtra) পদে শিবসেনা (Shiv Sena) সুপ্রিমো উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) শপথ নেওয়ার এক মাস পর রাজ্য মন্ত্রিসভার (Cabinet) বাকি সদস্যদের কাল শপথ। জানা যাচ্ছে, মোট ৩৬ জন মন্ত্রী কাল শপথ নিতে পারেন। তবে চমক থাকছে। ফের রাজ্যের উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন অজিত পাওয়ার (Ajit Pawar)। রাজ্যের মন্ত্রী ও কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট বলেন, আগামীকালই শপথ হবে। তালিকা তৈরি। কংগ্রেসের থেকে ১২ জন মন্ত্রী হচ্ছেন। তাঁদের মধ্যে ১০ জন ক্যাবিনেট মন্ত্রী।
সরকার গঠনের দাবি জানানোর আগে তিন'পক্ষ সমঝোতা করেছিল। সমঝোতা অনুযায়ী, রাজ্য মন্ত্রিসভায় সবচেয়ে বেশি শিবসেনার ১৬ জন মন্ত্রী থাকবে। এনসিপির (NCP) ১৫ জন এবং কংগ্রেসের (Congress) ১২ জন মন্ত্রী হবেন। মুখ্যমন্ত্রীর পদ নেওয়াতে এনসিপি-কে উপ মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার প্রতিশ্রুতি দেয় শিবসেনা। এছাড়া কংগ্রেসের থেকে স্পিকার করার কথা বলা হয়েছিল। আরও পড়ুন: Hemant Soren: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন
সব ঠিকঠাক থাকলে এনিয়ে তিনবার রাজ্যের উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অজিত পাওয়ার। রাজ্যের ইউপিএ সরকারের শেষ পর্যায়ের সময় এই পদটি তাঁর কাছে ছিল। তারপর ২৩ নভেম্বর দেবেন্দ্র ফডনবিশ নেতৃত্বাধীন সরকারের উপ মুখ্যমন্ত্রী হন অজিত পাওয়ার। নির্বাচনে জোট করে লড়লেই ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রীর পদ নিয়ে লড়াই শুরু হয় শিবসেনা ও বিজেপির মধ্যে। এরপর কংগ্রেস ও এনসিপি-র সঙ্গে জোট করে সরকার গড়ে শিবসেনা। বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৫, শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ এবং কংগ্রেস ৪৪ আসনে জিতে।