'Mahadeepa' in Lingraj Temple Photo Credit: Twitter@ANI

আগ্রা বলতে তাজমহল, দিল্লি মানে কুতুব মিনার বা পুরী গেলেই জগন্নাথ মন্দির, তেমনি ভুবনেশ্বর মানেই লিঙ্গরাজ মন্দির।পুরাণে বলে, এখানে এক আম গাছ বা এক আম্র গাছের নীচে পূজিত হতেন ‘হর-হরি’, বিষ্ণু ও শিব একসাথে, এক লিঙ্গে। তাই এই মন্দিরের নাম লিঙ্গরাজ  মন্দির।

এই লিঙ্গরাজ মন্দির ঘিরে বছরভর উৎসবের খামতি নেই। তবে এই মন্দিরের প্রধান উৎসব ‘শিব রাত্রি’। সারা রাত প্রদীপ জ্বালিয়ে এখানে চলে প্রার্থনা। তারপর মাহেন্দ্রক্ষণে মহাদীপ জ্বালিয়ে লিঙ্গরাজ মন্দিরের চূড়ায় উঠে প্রদক্ষিণ করা হয়। এই দৃশ্য দেখার জন্য দূরদূরান্ত থেকে শিব ভক্তরা এসে ভিড় জমান মন্দির প্রাঙ্গণে। গতকাল মহাশিবরাত্রির ক্ষণে আবার সেই দৃশ্য দেখা গেল। দেখুন সেই ছবি-