![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/viral-girl-monalisa.jpg?width=380&height=214)
দিল্লি, ১৪ ফেব্রুয়ারি: মহাকুম্ভের (Maha Kumbh 2025) ভাইরাল কন্যা মোনালিসা (Viral Girl Monalisa Bhosle) ফের খবরের শিরোনামে। ১৬ বছর বয়সী মোনালিসাকে নিয়ে যখন গোটা দেশে জোর আলোচনা শুরু হয়েছে, সেই সময় মহাকুম্ভের এই ভাইরাল কন্যা এবার রূপোলি পর্দায় পা রাখতে চলেছেন। ব্যবসায়ী ববি চেম্মানুরের হাত ধরে কেরলের কোঝিকোড়ের একটি অনুষ্ঠানে হাজির হন মোনালিসা। সেখানেই মোনালিসাকে দেখা যায় হাসি মুখে একেবারে অন্যরূপে।
১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসা দিবসে মোনালিসাকে দেখা যায় কোঝিকোড়ে হাজির হতে। ভ্যালেন্টাইনস ডে থেকে মোনালিসা তাঁর রুপোলি পর্দার যাত্রা শুরু করছেন বলে খবর। নামকরা ব্যবসায়ী ববি চেম্মানুরের শোরুমে হাজির হন মোনালিসা। চেম্মানুরের শোরুমে হাজিরা দিয়ে মোনলিসার অভিনয় জীবন শুরু হচ্ছে বলে খবর। মোনালিসা যখনই কোঝিকোড়ের অনুষ্ঠানে হাজির হন, তাঁর ছবি এবং ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে সোশ্যাল সাইটে। মহাকুম্ভের ভাইরাল কন্যার ছবি নিয়ে নেটিজেনদের মধ্যেও জোরদার আলোচনা শুরু হয়।
দেখুন কোঝিকোড়ে একটি অনুষ্ঠানে হাজির ভাইরাল কন্যা মোনালিসা...
মহাকুম্ভ থেকে সোজা অভিনয় জীবনে, কেমন লাগছে বলে প্রশ্ন করা হয় গুজরাটের এই কন্যাকে। যার উত্তরে মোনালিসা বলেন, তাঁর খুব ভাল লাগছে। তাঁর ছবি নাম, 'দ্য ডায়রি অফ মণিপুর' বলেও জানান মোনালিসা। এসবের পাশাপাশি মোনালিসা খুব ভাল মালায়লমও বলছেন। ফলে তাঁর মালায়লি ভাষা শুনে কেরলের মানুষ কার্যত আপ্লুত বলে জানা যাচ্ছে।
সনোজ মিশ্রের ছবি দ্য ডায়রি অফ মণিপুরে মোনালিসাকে দেখা যাবে এক অবসরপ্রাপ্ত সেনা অফিসারের মেয়ের রূপে। অবসরপ্রাপ্ত সেনা অফিসারের মেয়ে কেন এবং কীভাবে সেনা বাহিনীতে যোগ দিতে চায়, তাঁর গল্প বলবেন মোনালিসা। শিগগিরই মোনালিসাকে নিয়ে যে ছবি তৈরি করা হবে,তার দিনক্ষণ ঘোষণা হবে বলে জানা যাচ্ছে।