দিল্লি, ৩ ফেব্রুয়ারি: বসন্ত পঞ্চমীতে অমৃত স্নান (Amrit Snan)। তিথি, নক্ষত্র মেনে অমৃত স্নান উপলক্ষ্যে বহু মানুষ হাজির হতে শুরু করেছেন মহাকুম্ভে। পদপিষ্টের (Stampede In Maha Kumbh) ঘটনার পর এবার ফের অমৃত স্নান পড়েছে মহাকুম্ভে (Maha Kumbh 2025)। সেই উপলক্ষ্যে লাখ লাখ মানুষ ভিড় জমাতে শুরু করেছেন প্রয়াগরাজে (Prayagraj)। গত সপ্তাহে যে পদপিষ্টের ঘটনা ঘটে যায়, সেই কথা মনে রেখে পুলিশ প্রশাসনের পাহারা আরও জোরদার করা হয়েছে। নিয়ম মেনে তবেই ত্রিবেণী সঙ্গমে নেমে স্নান করতে হবে বলে স্পষ্ট জানিয়েছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার।
সোমবার ভোর থেকেই সঙ্গমে বিভিন্ন আঁখাড়ার সদস্যরা পূণ্য স্নান শুরু করেছেন। ভোর ৪টে পর্যন্ত ১৬.৫৮ লক্ষ পূণ্যার্থী পূণ্যস্নান সেরেছেন। সকাল ৮টা পর্যন্ত সেই সংখ্যা ৬২ লক্ষে পৌঁছে গিয়েছে বলে খবর। বসন্ত পঞ্চমীর অমৃত স্নান উপলক্ষ্যে মহাকুম্ভে ৫ কোটি মানুষ হাজির হতে পারেন বলে অনুমান উত্তরপ্রদেশ সরকারের। গোটা মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উত্তরপ্রদেশ সরকারের তরফে বিবিধ পদক্ষেপ করা হয়েছে। গত সপ্তাহের মত পদপিষ্ট হওয়ার ঘটনা যাতে না ঘটে, সেদিকে কড়া নজর রয়েছে যোগী প্রশাসনের। জানা যাচ্ছে, অমৃত স্নান উপলক্ষ্যে ২০০ বিদেশি মহাকুম্ভে হাজির হচ্ছেন এবং পূণ্যস্নান করবেন।
প্রয়াগরাজের জেলাশাসক জানিয়েছেন, মহাকুম্ভে অমৃত স্নান উপলক্ষ্যে যেভাবে ভিড় বাড়ছে, তার জেরে সমস্ত সরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। বসন্ত পঞ্চমীতে যেহারে মানুষ প্রয়াগরাজে হাজির হচ্ছেন, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভেঙে না পড়ে, সেদিকে কড়া নজর রাখা হয়েছে। প্রয়াগরাজে যাতে সমস্ত ধরনের সরকারি কার্যালয় বন্ধ করে দেওয়া হয়, সে বিষয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে।