দিল্লি, ১৪ জানুয়ারি: প্রচণ্ড ঠাণ্ডা এবং কুয়াশা উপেক্ষা করে মহাকুম্ভে (Maha Kumbh) ভিড় জমাচ্ছেন মানুষ। শুরু হয়েছে অমৃত স্নান। পূণ্যস্নান উপলক্ষ্যে মহা কুম্ভে প্রায় ১ কোটির বেশি পূণ্যার্থী হাজির হয়েছেন। উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে এমন খবর জানা যাচ্ছে। শীত উপেক্ষা করে মকর সংক্রান্তির পূণ্য লগ্নে চলছে অমৃত স্নান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভে মানুষ হাজির হয়েছেন। সেই সঙ্গে রয়েছেন সাধু সন্তরা। ত্রিবেণী সঙ্গমে চলছে পূণ্যস্নান। প্রশাসন মনে করছে, মহাকুম্ভ উপলক্ষ্যে ১.৭ কোটি মানুষ হাজির হয়েছেন। ভোররাত থেকে মানুষ ত্রিবেণী সঙ্গমে ডুব দিচ্ছেন। পূণ্য লাভের আশায় চলছে অমৃত স্নান।
দেখুন মহাকুম্ভে মানুষের ভিড়...
#WATCH | Prayagraj | Maha Kumbh Mela, the meeting point of culture and devotion, sees a sea of saints joyously head for Amrit Snan, making the most of this once-in-a-lifetime opportunity#MahaKumbhMela2025 pic.twitter.com/FAO2YFkp4e
— ANI (@ANI) January 14, 2025
এসবের পাশাপাশি মকর সংক্রান্তিতে ১৩টি আখাড়া অমৃত স্নান করবে। ১৩টি আখাড়ার অমৃত স্নানে যাতে কোনও ধরনের অসুবিধা না হয়, তার জন্য সব ধরনের পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের তরফে।
প্রসঙ্গত ১৪ জানুয়ারি দেশের বিভিন্ন প্রান্তে পালন করা হয় মকর বা পৌষ সংক্রান্তিষ দেশের বিভিন্ন রাজ্যে একাধিক নামে উদযাপন চলে এই উৎসবের। পোঙ্গল, বিহু থেকে পৌষ সংক্রান্তি, মানুষ বিভিন্ন নামে ডাকেন এই উৎসবকে।