মাদ্রাজ হাইকোর্টের ফাইল ছবি (Photo Credits: PTI)

চেন্নাই, ২৭ নভেম্বর: টিভিতে চলা কিছু কন্ডোমের বিজ্ঞাপন দেখে মনে হয় পর্ন ফিল্ম চলছে। যা তরুণ প্রজন্মকে উচ্ছন্নে নিয়ে যাওয়ার ভূমিকা ভালোমতো পালন করে থাকে। স্যাটেলাইট টিভি চ্যানেলের অশালীন বিজ্ঞাপন বন্ধের আবেদনের শুনানিতে একথাই বলল মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। বার এবং বে়ঞ্চ রিপোর্ট অনুসারে কোর্ট আরও ব্যাখ্যা জানায়, এই ধরনের বিজ্ঞাপনে মহিলাদের এমনভাবে ব্যবহার করা হয় যা শালীনতা সীমা লঙ্ঘনকারী। বিচারপতি পি পুগালেন্দি ও বিচারপতি এন কিরুবারাকানের ডিভিশন বেঞ্চ জানায় রাত দশটার পরে সমস্ত স্যাটেলাইট টিভি চ্যানেলে এমন সব কন্ডোমের বিজ্ঞাপন চলে যার বেশিরভাগেরই কন্টেন্ট জুড়ে থাকে নগ্নতা। এবং এই নগ্নতাই সংশ্লিষ্ট সংস্থার কন্ডোমের কাটতি বাড়িয়ে দেয়। এমন অশ্লীল বিজ্ঞাপনের প্রদর্শন বন্ধ করতে স্যাটেলাইট চ্যানেলগুলিকে স্থগিতাদেশ নির্দেশ দেবে আদালত। আরও পড়ুন-Coronavirus Cases In India: নতুন করে ৪৯২ জন করোনার বলি, শুক্রবার সংক্রমণের সংখ্যা ছাড়ালো ৯৩ লাখ

এবং ১৯৫২ সালের সিনেম্যাটোগ্রাফি আইন অনুযায়ী এই নির্দেশিকা বলবৎ হবে। মূলত স্যাটেলাইট টিভিতে অশালীন বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়েই মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানি আজ। পর্বর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১ ডিসেম্বর।