Coronavirus in India (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৭ নভেম্বর: ৪৩ হাজার ৮২ জন নতুন আক্রান্তকে নিয়ে শুক্রবার ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) ৯৩ লাখের গণ্ডী। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৯ হাজার ৭৮৮। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৪৯২ জন। এখনও পর্যন্ত দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৩৫ হাজার ৭১৫ জন। ইতিমধ্যেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৭ লাখ ১৮ হাজার ৫১৭ জন। গত ২৪ ঘম্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৯ হাজার ৩৭৯ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা কেস ৪ লাখ ৫৫ হাজার ৫৫৫টি। ভারতে কোভিডে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৬৬ শতাংশ। আরও পড়ুন-Donald Trump: যদি জো বিডেন জয়ী ঘোষণা করা হয় তাহলে হোয়াইটহাউস ছাড়ব, বললেন ট্রাম্প

অন্যদিকে ভারতে করোনায় মৃত্যুর হার ১.৪৬ শতাংশ। বৃহস্পতিবার ১১ লাখ ৩১ হাজার ২০৪ জনের করোনা টেস্ট করেছে আইসিএমআর। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখেরও বেশি। বৃহস্পতিবার সেখানে ৬ হাজার ৪০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে মৃত্যু মিছিলে শামিল ৪৬ হাজার ৮১৩ জন। ভারতে প্রতিদিন নতুন সংক্রামিতদের মধ্যে ৬৬ শতাংশ হল মহারাষ্ট্র, কেরালা ও দিল্লির মতো ৬টি করোনা বিধ্বস্ত রাজ্যের বাসিন্দা। পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং উত্তরপ্রদেশে হু হু করে বাড়ছে সংক্রমণ।