ওয়াশিংটন, ২৭ নভেম্বর: ভাবী রাষ্ট্রপতি জো বিডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। নির্বাচনী কলেজ যদি এই ঘোষণা করে তাহলে হোয়াইটহাউস ছেড়ে চলে যাব, বললেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি বলেন, আমি অবশ্যই বেরিয়ে যাব, সেটা আপনি জানেন। তবে আমি মনে করি ২০ জানুয়ারির মধ্যে অনেককিছুই ঘটবে। বড়মাপের জালিয়াতি প্রকাশ্যে আসবে। আমাদের অবস্থা এখন তৃতীয় বিশ্বের দেশগুলির মতো। আমাদের ব্যবহৃত কম্পিউটারগুলি যেকোনও সময় হ্যাক হতে পারে। বিডেনকে নির্বাচনী কলেজ যদি প্রেসিডেন্ট হিসেবে শংসাপত্র দেয় তাহলে তিনি হোয়াইটহাউস ছেড়ে চলে যাবেন। সাংবাদিকদের একথাই বলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে হারার পর বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন ডোনাল্ড ট্রাম্প। আরও পড়ুন-Rajkot Fire: রাজকোটের কোভিড হাসপাতালের ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৫
তিনি বলেন, “নির্বাচনী কলেজ যদি জো বিডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করে তাহলে সেটা হবে বড়মাপের ভুল। যদি তারা ভুলটা করে ফেলে তাহলে বড়সড় ঘটনা ঘটতে চলেছে।” প্রেসিডেন্ট নির্বাচনকে প্রতারণা হিসেবে উল্লেখ করে ট্রাম্পের দাবি, এবার যেসব জায়গায় তাঁকে পরাজিত দেখানো হয়েছে, সেসব জায়গাতেই তিনি বারাক ওবামাকে হারিয়েছিলেন। তারপর তাঁকে প্রশ্ন করা হয়েছিল আগামী বছর বিডেনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকলে সব উত্তরই পয়ে যাবেন। এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি উত্তরটা জানি। তবে এখনই এর উত্তর দিতে চাই না।”এরপর নির্বাচনে হারার জন্যে টেক সংস্থাকেও একহাত নেন ট্রাম্প। বলেন, এরাও নিজেদের কাজে স্বচ্ছ ছিল না। এমনকী এই নির্বাচন প্রতিযোগিতাও ছিল না। তিনি বলেন, আমি বিরাট ভোটের ব্যবধানে নির্বাচন জিতেছি। তবে তা এখনও জানানো হয়নি। তবে মানুষ জানে কি ঘটছে এবং কী ঘটেছে?”