Bundelkhand Express (Photo Credit: File Photo)

ভোপাল, ১৮ এপ্রিল: কোনওক্রমে রক্ষা পেল বুন্দেলখন্ড এক্সপ্রেস (Bundelkhand Express)। রেললাইনে (Rail Line) আটকে পড়া বোলেরোতে (Bolero) ধাক্কা খায় তীব্র গতিতে ছুটে আসা বুন্দেলখন্ড এক্সপ্রেস। মধ্যপ্রদেশ (Madhya Pradesh) এবং উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সীমান্তের নিওয়ারি জেলায় যখন তীব্র গতিতে বুন্দেলখণ্ড এক্সপ্রেস ছুটে আসতে শুরু করে, সেই সময় রেললাইনে আটকে পড়া বোলেরোতে ধাক্কা খায় ট্রেনটি। বোলেরোে ধাক্কা খাওয়ার পরপরই বন্দেলখণ্ড এক্সপ্রেসে থাকা ১০০ যাত্রী কোনওক্রমে প্রাণে বেঁচে যান।

বৃহস্পতিবার রাত ১টা নাগাদ ঝাঁসি ডিভিশনের নিওয়ারি জেলায় ওই ঘটনা ঘটে। যার জেরে রেল লাইনে আটকে থাকা বোলেরোটি কার্যত দুমড়ে মুচড়ে যায়।

জানা যায়, গাড়ির দরজা খুলে সেখান থেকে কোনওক্রমে বেরিয়ে প্রাণ বাঁচান যাত্রীরা। তবে গাড়িটিকে রক্ষা করা যায়নি। বোলেরোটি রেললাইনেই আটকে থাকে। এরপর দুরন্ত গতিতে ছুটে আসা ট্রেনের ধাক্কায় সেটি দুমড়ে মুচড়ে যায়।

দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো...

 

আরও পড়ুন: ATM In Train: এবার চলন্ত ট্রেনে মিলবে এটিএম পরিষেবা,শুরু হয়ে গেল ট্রায়াল

জানা যায়, বোলেরোটি মধ্যপ্রদেশের গ্বালিয়র থেকে প্রয়াগরাজের দিকে যাচ্ছিল। রাত ১টায় বোলেরোটি রেললাইন পার করতে গিয়ে আচকে পড়ে। এরপরই ঘটে যায় দুর্ঘটনা। তবে বুন্দেলখণ্ড এক্সপ্রেসটি রক্ষা পায় এবং যাত্রীরাও প্রাণে বেঁচে যান।