
নয়াদিল্লিঃ ট্রেনে (Train) ভ্রমণ করছেন আর সঙ্গে নগদ টাকা (Cash) নেই? টাকার প্রয়োজন হলেও নো চিন্তা, এবার চলন্ত ট্রেনেই মিলবে এটিএম-এর (ATM) সুবিধা। এক অভিনব উদ্যোগ নিল সেন্ট্রাল রেলওয়ে (Central Railway)। এবার থেকে এক্সপ্রেস ট্রেনে মিলবে এটিএম-এর সুবিধা। আর সেই মতো কাজও শুরু করে দিল ভারতীয় রেল। আজ, বুধবার মুম্বই-মন্মদ পঞ্চবটি এক্সপ্রেসে ট্রায়াল ভিত্তিক এটিএম চালু করল সেন্ট্রাল রেলওয়ে।
আরও পড়ুনঃ মেট্রোর কামরায় ভজন, মহিলা যাত্রীদের বাধা দিল কেন্দ্রীয় বাহিনী, ভাইরাল ভিডিয়ো
যাত্রীদের জন্য সুখবর, এবার এক্সপ্রেস ট্রেনে এটিএম-এর সুবিধা
ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের তরফে ট্রেনের এসি কোচে বসানো হয়েছে এটিএম। চেয়ারকোচের ওই এটিএমে সুরক্ষার জন্য বসানো হয়েছে দরজা। শীঘ্রই এই পরিষেবা চালু হবে জানানো হয়েছে রেলের তরফে। আপাতত
মুম্বই-মন্মদ পঞ্চবটি এক্সপ্রেসেই এই পরিষেবা চালু করা হচ্ছে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে নাসিকের মন্মদ পর্যন্ত চলে এই ট্রেন। চার ঘণ্টার যাত্রাপথে এই এটিএম-এর সুবিধা পাবেন যাত্রীরা। এই পরিষেবা থেকে ইতিবাচক সাড়া মিললে তবেই অন্যান্য দূরপাল্লার ট্রেনে এটিএম পরিষেবা চালু করার কথা ভাববে রেল কর্তৃপক্ষ।
এবার চলন্ত ট্রেনে মিলবে এটিএম পরিষেবা,শুরু হয়ে গেল ট্রায়াল
#TheBreakfastShow with @divyawadhwa | ATM installed on board Mumbai-Manmad Panchavati Express on experimental basis pic.twitter.com/0zfhQFgyZw
— NDTV (@ndtv) April 16, 2025