ইন্দোর, ৬ মার্চ: বন্ধুর (Friend) মৃত্যুর পর নিজের জীবন শেষ করে দিলেন আর এক বন্ধু। পথ দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু হলে, ভিডিয়ো রেকর্ড করে নিজের জীবন শেষ করে দেন কান্তি নামে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের (Indore) এক বাসিন্দা। রিপোর্টে প্রকাশ, কান্তি এবং তাঁর প্রিয় বন্ধু নাভরে সিং ইন্দোর-আহমেদাবাদ জাতীয় সড়ক ধরে আসছিলেন। মোটরবাইকে আসছিলেন ২ জন। আচমকা তাঁদের বাইকের সঙ্গে অন্য একটি গাড়ির ধাক্কা লাগে। পথ দুর্ঘটনার জেরে নাভরে সিংয়ের মৃত্যু হয় ঘটনাস্থলেই। নাভরে সিংয়ের মৃত্যু নিজের চোখে দেখে সহ্য করতে পারেননি কান্তি। ইন্দোর-আহমেদাবাদ জাতীয় সড়কের উপর থাকা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন কান্তি। মৃত্যুর আগে ভিডিয়ো রেকর্ড করে তাঁর নিজের জীবন শেষ করার কারণ উল্লেখ করেন কান্তি।
শুধু তাই নয়, নিজের ইচ্ছায় তিনি নিজের জীবন শেষ করছেন। তাই মৃত্যুর পর তাঁর পরিবারের মানুষকে যাতে কোনও ধরনের প্রশ্নের মুখে পড়তে না হয়,সে বিষয়েও নিজের ভিডিয়োতে বার বার অনুরোধ জানান কান্তি।
গোটা ঘটনায় স্তম্ভিত মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার বাসিন্দারা। পুলিশ ভিডিয়ো দেখার পর তদন্ত শুরু করেছে।