নয়াদিল্লিঃ হোমওয়ার্ক (Homework) ছাড়া ক্লাসে ঢোকা যাবে না,গরমের ছুটির (Summer Vacation) আগেই তা জানিয়ে দিয়েছিলেন শিক্ষক (Teacher)। স্কুল খোলার পর সম্পূর্ণ হোমওয়ার্ক করে আনেনি এক ছাত্র (Student)। আর তাতেই রেগে লাল শিক্ষক। ছাত্রকে বেধড়ক মারধর শুরু করেন শিক্ষক। মারের চোটে ভেঙে যায় ছাত্রের একটি দাঁত (Teeth)। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় ছাত্র। এরপরই ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শিক্ষকের এমন নির্মম অত্যাচার দেখে অবাক সকলে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রায়বরেলীর একটি বেসরকারি স্কুলে। জানা গিয়েছে, দশম শ্রেণির এক ছাত্রকে মারধর করেন এক শিক্ষক। ছাত্রের গায়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কোনওরকমে ক্লাসরুম থেকে পালিয়ে প্রিন্সিপালের ঘরে গিয়ে গোটা বিষয়টি জানায় ওই পড়ুয়া। কিশোর জ্ঞান হারাতেই বিপদ বুঝে স্কুল ছেড়ে পালিয়ে যান শিক্ষক। এরপর কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম মহম্মদ আসিফ। ওই বেসরকারি স্কুলে রসায়ণ এবং পদার্থবিদ্যা পড়ান তিনি। এপ্রিল মাসে গরমের ছুটি পড়ার আগে পড়ুয়াদের হোমওয়ার্ক দিয়েছিলেন। মঙ্গলবার, স্কুল খুলতেই সকলের কাছে হোমওয়ার্ক দেখতে চান।
UP Teacher Thrashes Student, Breaks Tooth For Not Doing Homework, Arrested https://t.co/81jhmuknws pic.twitter.com/Wr7jz3GrRZ
— NDTV (@ndtv) July 11, 2024