নয়ডা, ১৮ ডিসেম্বর: কলেজ ছাত্রীকে (College Student) গণধর্ষণ। তাও আবার সোশ্যাল মিডিয়ায়(Social Media) পাতানো বন্ধু এবং তার সঙ্গীদের হাতে। ফের সামাজিক মাধ্যমে পরিচয় এবং বন্ধুত্বের জেরে এক তরুণীর গণধর্ষণের খবর সামনে এল। রিপোর্টে প্রকাশ, লখনউয়ের (Lucknow) এক কলেজ ছাত্রীর সঙ্গে পরিচয়ের সূত্রে তাঁকে ডেকে পাঠায় ইনস্টাগ্রামের বন্ধু। এরপর সেই ইনস্টাগ্রামে পাতানো বন্ধু এবং তার সঙ্গীসাথীরা মিলে ওই ছাত্রীকে গণধর্ষণ করে বলে অভিযোগ।
নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, সতীশ কাশ্যপ নামে এক যুবক তাঁর ইনস্টাগ্রামের বন্ধু। সতীশের ডাকে তিনি তাঁর সঙ্গে দেখা করতে যান এবং সেখানে গিয়েই পড়েন বিপাকে। নয়ডা কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তাঁর অভিযোগে জানান, সতীশ তাঁর সঙ্গে দেখা করে এবং গোমতি নগরের মত অভিজাত এলাকায় এসইউভি গাড়ি করে তাঁরা ঘুরতে বের হন। নির্যাতিতা যাতে তার সঙ্গে থাকেন রাতভর, সতীশ তেমন দাবি করেন। ওই ছাত্রীও রাজি হয়ে যান। এরপর লখনউয়ের ইন্দিরা নগর এলাকায় সতীশ তাঁকে একটি বাংলোয় নিয়ে যায়। সেখানে ছিল সতীশের আরও ৩ বন্ধু। এরপর ৪ জন একযোগে ওই ছাত্রীকে গণধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার।
পুলিশের কাছে অভিযোগ করলে, তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় সতীশ। কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি শুরু করেছে অভিযুক্তদের। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে আশা প্রকাশ করা হয় প্রশাসনের তরফে।