নয়াদিল্লিঃ একতলা বাড়ির ছাদ থেকে এক ব্যক্তিকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। ঘটনাটি ঘটেছে লখনউয়ের মাদেগঞ্জ এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহতের নাম রঞ্জিত যাদব। তিনি লখনউয়ের (Lucknow) রূপপুর খাদরা এলাকায় একটি মুদি দোকান চালান। গতকাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়। যাতে দেখা যায় এক ব্যাক্তিতে কয়েকজন মিলে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন। এরপরই পুলিশের টনক নড়ে। তদন্তে নেমে পুলিশ জানতে পারেন নিহতের নাম রঞ্জিত যাদব। তাঁরই বাড়িতে এই ঘটনা ঘটে। হামলাকারীরা প্রায়ই নিহত রঞ্জিত যাদবের দোকানে আসতেন বলে জানা গিয়েছে। পুলিশকে রঞ্জিত জানান, শুক্রবার রাতে তার আততায়ীরা জোর করে তাঁর বাড়িতে প্রবেশ করেন। শুধু তাই নয় তাঁকে মদ্যপান করার জন্য় জোর করতে থাকেন। হামলাকারীদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে তাঁর উপর চড়াও হয় তাঁরা। তাঁকে একতলার ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। তিনি বাড়ির সামনের রাস্তায় পড়ে গেলে সেখানে তাঁকে মারধর করতে থাকেন হামলাকারীরা। গুরুতর জখম হন তিনি। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা প্রত্যেকেই মাদেগঞ্জর বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে আইপিসি ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো), ৫০৪ (অপমান), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা),৩০৭ (খুনের চেষ্টা) এবং ৪৫২ (ঘরে প্রবেশ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
দেখুন সেই সময়ের ভিডিয়ো
#UttarPradesh | Lucknow Man Pushed Off Roof By Friends For Refusing To Have Liquor
Read Here: https://t.co/53XPszwoRa pic.twitter.com/89JD5IcA49
— NDTV (@ndtv) May 28, 2024