লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এই পর্বে পশ্চিমবঙ্গ সহ ১১-টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের ৮৯-টি আসনে ২৬-শে এপ্রিল ভোট নেওয়া হবে।এর মধ্যে রয়েছে কেরালার ২০-টি আসনের সবকটিতে, কর্ণাটকের ১৪, রাজস্থানের ১৩, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে ৮-টি করে, মধ্যপ্রদেশে ৭টি, অসম ও বিহারে পাঁচটি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে ৩-টি করে এবং ত্রিপুরা ও জম্মু-কাশ্মীরে ১-টি করে আসনে হবে ভোট। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন আসনে ভোট হবে আগামী ২৬ এপ্রিল-

১. অসম- করিমগঞ্জ, শিলচর, মঙ্গলদই, নগাঁও, কালিয়াবর

২. বিহার-কিষাণগঞ্জ, কাঠিহার, পূর্ণিয়া, ভাগলপুর, বাঙ্কা।

৩. ছত্তিশগড়- রাজনন্দগাঁও, মহাসামুন্দস, কাঙ্কের।

৪. কর্নাটক- চিক্কোডি, বেলগাঁও, বাগলকোট, বিজাপুর, গুলবার্গ, রাইচুর, বিদার, কোপ্পাল, বেল্লারি, হাভেরি, ধারওয়াড়, উত্তর কন্নড়, দাভানাগেরে, শিমোগা

৫. কেরালা- কাসারগোড, কান্নুর, ভাদাকারা, ওয়েনাড, কোঝিকোড়, মালাপ্পুরম, পোন্নানি, পালাক্কাদ, আলাথুর, ত্রিশুর, চালাকুডি, এর্নাকুলাম, ইদুক্কি, কোট্টায়াম, আলাপ্পুঝা, মাবেলিক্কারা, পাথানামথিত্তা, কোল্লাম, আত্তিঙ্গাল, থিঙ্গাল।

৬. মধ্য় প্রদেশ- টিকামগড়, দামোহ, খাজুরাহো, সাতনা, রেওয়া, হোশাঙ্গাবাদ, বেতুলে

৭. মহারাষ্ট্র-  বুলধানা, আকোলা, অমরাবতী, ওয়ার্ধা, ইয়াভাতমাল ওয়াশিম, হিঙ্গোলি, নান্দেদ, পারভানি।

৮. মণিপুরে -একটি আসন তথা আউটার মণিপুরে ভোট রয়েছে।

৯. রাজস্থান-  টঙ্ক-সাওয়াই মাধোপুর, আজমির, পালি, যোধপুর, বারমের, জালোর, উদয়পুর, বাঁশওয়ারা, চিত্তোরগড়, রাজসামন্দ, ভিলওয়ারা, কোটা, এবং ঝালাওয়ার-বরান

১০. ত্রিপুরা-ত্রিপুরা পূর্ব

১১. উত্তর প্রদেশ- আমরোহা, মিরাট, বাগপত, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, মাথুর।

১২. পশ্চিমবঙ্গ-  দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে।

১৩. জম্মু-কাশ্মীর- জম্মু