Election, Representational Image (Photo Credit: File Photo)

দিল্লি, ২২ এপ্রিল: মণিপুরের পর এবার অরুণাচল প্রদেশের ৮টি বুথে ফের ভোটগ্রহণ করা হবে। এমনই জানানো হল নির্বাচন কমিশনের তরফে। ১৯ এপ্রিল নির্বাচনের প্রথম দফার সময় অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ৮টি কেন্দ্র থেকে সংঘর্ষের খবর আসে। যে খবর প্রকাশ্যে আসার পর নয়া সিদ্ধান্ত গ্রহণ করা হয় ভোটগ্রহণ নিয়ে। জানানো হয়, অরুণাচল প্রদেশের ৮টি কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ করা হবে। ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশের ওই ৮টি কেন্দ্রে ইভিএম মেশিন নষ্ট করার অভিযোগ ওঠে। সেই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে হিংসার খবরও উঠে আসতে শুরু করে।

রিপোর্টে প্রকাশ, অরুণাচলের ওই ৮টি কেন্দ্রে ২৪ এপ্রিল নতুন করে ভোটগ্রহণ করা হবে। ওইদিন সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত ভোট গ্রহণ করা হবে বলে জানানো হয়।

ওইদিন যে কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হবে নতুন করে সেগুলি হল, পূর্ব কামেং জেলার বামেং-এর  সারিও, কুরুং কুমেয়ের নিয়াপিন বিধানসভা আসনের অধীনে লংটে লথ, ডিংসের, বগিয়া সিয়ুম, জিম্বারি এবং আপার সুবানসিরি জেলার নাচোর অধীনস্ত লেঙ্গি ভোট কেন্দ্র।