Atishi (Photo Credit: Facebook)

নিজের দেশের মানুষকে যখন শিক্ষা দেওয়া যাচ্ছে, মাথার উপর ছাদ তৈরি করে দেওয়া যাচ্ছে না, সেই সময় অন্য দেশের মানুষকে কীভাবে সাহায্য করা হবে। এবার এমনই প্রশ্ন তুললেন আপ (AAP) সাংসদ অতশী (Atishi)।  আপ সাংসদের প্রশ্ন, নিজের দেশের প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা, খাদ্য, বাসস্থানের জোগাড় না করে, কেন অন্য দেশের মানুষকে সুবিধা দেওয়া হবে।  প্রসঙ্গত এবারের লোকসভা নির্বাচনে অসমে ২ কেন্দ্রে প্রার্থী দিয়েছে আম আদমি পার্টি।  অসমের ২ লোকসভা কেন্দ্রে আম আদমি পার্টির প্রার্থীর প্রচারেই সে রাজ্যে যান অতশী।  সেখানে গিয়েই ফের নাগরিকত্ব সংশোধনী আইন লাগুর বিষয়ে প্রশ্ন তোলেন অতশী।

শুনুন কী বললেন আপ সাংসদ...