নয়াদিল্লিঃ আজ, মঙ্গলবার চলছে সংসদের সপ্তম অধিবেশন (Lok Sabha ession)। রাষ্ট্রপতির (President) ভাষণে ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে লোকসভায় (Lok Sabha)। সেই সঙ্গেই একাধিক ইস্যুতে সরগরম সংসদ। আজ বিকেল ৪ টের সময় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে জানানো হয়, " আজ বিকেল ৪ টে নাগাদ রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।" প্রসঙ্গত, আজ লোকসভায় রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যের বিরোধীতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা নিয়ে তোলপাড় হয় সাংসদ।
PM Modi to respond to Motion of Thanks on President's address at 4 pm
Read @ANI Story | https://t.co/hJbpy3WAPa #PMModi #MotionofThanks #President #LokSabha pic.twitter.com/SzskvttvTF
— ANI Digital (@ani_digital) July 2, 2024