Photo Credit ANI

রাত পেরোলেই লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। সংসদের নিম্নকক্ষের ৫৪৩ জন সদস্যকে নির্বাচিত করার জন্য ১৯ এপ্রিল থেকে আগামী কাল (১ জুন) পর্যন্ত সাত দফায় ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন । কাল নির্বাচন শেষ হওয়ার পর দুদিন পরেই  ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন। তবে গত দেড় মাস ধরে বিজেপি এবং কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ স্তরের নেতারা লোকসভা নির্বাচনের প্রচারে প্রচুর পরিশ্রম করেছেন। তাদের দলের জন্য সর্বাধিক আসন জিততে শীর্ষ স্তরের নেতৃত্ব প্রচণ্ড গরমেও বিভিন্ন রাজ্যে বিশাল সমাবেশ করেছেন। এবার একটু দেখে নেওয়া যাক গোটা দেশজুড়ে প্রচারে নজর কেড়ে নিলেন কে ?

পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব দুজনেই  জনসভায় ডাবল সেঞ্চুরি পার করেছেন। জনসভার বিচারে  অসুস্থ থাকা সত্ত্বেও, আরজেডি নেতা তেজস্বী যাদব মাত্র ৫৪ দিনে ২৫১ টি নির্বাচনী সমাবেশ করে একটি রেকর্ড তৈরি করেছিলেন।  তেজস্বীর ঠিক পরেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (২০৬টি জনসভা), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (১৮৮ টি জনসভা), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (১৫০টির সামান্য বেশী), কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (১০৭টি), কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (১০৮টি), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (১০১টি), কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে (১০০টির বেশি) এমনকি বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৮৭ টিরও বেশি সমাবেশ করেছেন।