মুম্বই, ৫ জুন: আগামী ৮ জুন কেন্দ্রে তৃতীয় এনডিএ সরকার গঠন হবে বলে জানা যাচ্ছে। সেই অনুযায়ী, ফল ঘোষণার পরদিন অর্থাৎ আজ প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন নরেন্দ্র মোদী। এনডিএ-র (NDA) বৈঠক উপলক্ষ্যে বুধ সকালে দিল্লিতে পৌঁছন নীতিশ কুমার (Nitish Kumar)। বিকেলে হাজির হবেন চন্দ্রবাবু নাইডু। ভারতের এই দুই রাজনীতিক যাতে এনডিএ-তে যোগ না দেন, তা নিয়ে বিরোধী শিবিরের তরফে জোর চর্চা শুরু হয়েছে। যা নিয়ে এবার মুখ খুললেন শিবসেনার সঞ্জয় রাউত (Sanjay Raut )।
শিবসেনার মুখপাত্র বলেন, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু সবার বন্ধু। দেশের গণতন্ত্র এবং সংবিধানের জন্য যাঁরা 'ক্ষতিকর', তাঁদের সঙ্গে নীতশ কুমার, চন্দ্রবাবু নাইডুরা জোট করবেন বলে তাঁর মনে হয় না বলে মন্তব্য করেন সঞ্জয় রাউত।
এসবের পাশাপাশি বিজেপির সংখ্যাগরিষ্ঠতা কোথায় বলে প্রশ্ন তোলেন সঞ্জয় রাউত। তিনি বলেন, মোদীরজির গ্যারান্টি বা কথা কোনওকিছু কাজ করেনি। তাই নরেন্দ্র মোদী যদি সরকার গঠন করেন এই অবস্থায়, তাহলে তার স্থায়িত্ব বেশিদিন হবে না বলেও দাবি করেন শিবসেনার এই প্রথম সারির নেতা। মানুষ যে রায় দিয়েছেন, সেই সংখ্যাকে মান্যতা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন সঞ্জয় রাউত।