মুম্বই, ৫ জুন: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশকে (Devendra Fadnavis) ইস্তফা দেওয়ার কথা বলা হয়েছে বিজেপি নেতৃত্বের তরফে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ওই রাজ্যে সংগঠনকে কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়ে নজর দেবেন বলে জানা যাচ্ছে। ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হলে দেখা যায়,মহারাষ্ট্রে বিজেপি গতবারের তুলনায় বেশ খারাপ ফল করেছে। ২০১৯ সালে বিজেপি যেখানে মহারাষ্ট্রে ১৩টি আসন পায়, এবার তা কমে নেমে এসেছে ৯-এ। ফলে এই খারাপ ফলের দায়িত্ব কে নেবেন? যা নিয়ে দলীয় স্তরে আলোচনা শুরু হলে, এবার দেবেন্দ্র ফড়ণবীশকে ইস্তফা দেওয়ার কথা জানানো হয়। দলের খারাপ ফলের দায় মাথায় নিয়েই ফড়ণবীশ ইস্তফা দেবেন বলে সূত্রের খবর। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ফড়ণবীশ দলীয়স্তরে সংগঠন মজবুদ করার কাজ করবেন বলে জানা যাচ্ছে।
এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে ফড়ণবীশ জানান, দলের সংগঠনের কাজ করতে চান তিনি। সংগঠনকে কীভাবে আরও জোরদার করা যায়, সেই চেষ্টাই করবেন বলে জানান ফড়ণবীশ। রাজ্যে সরকারের যত পদে তিনি ছিলেন, তার সবকিছু থেকে মুক্তি হয়ে দলীয়স্তরে কাজ করে সংগঠনকে মজবুদ করবেন বলে জানান ফড়ণবীশ।