আর্জেন্টিনার সঙ্গে লিথিয়ামের খোঁজ চালানো এবং খনন কার্যের জন্য চুক্তি সম্পন্ন করল ভারত। পরিবেশ বান্ধব গাড়ি তৈরীর ক্ষেত্রে লিথিয়ামের (Lithium) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিলি এবং বলিভিয়ার মতনই আর্জেন্টিনাও (Argentina)পৃথিবীর অন্যতম স্থান যেখানে পৃথিবীর অর্ধেকের বেশি লিথিয়াম সংরক্ষিত রয়েছে।
ভারতের খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে আর্জেন্টিনার কাটামার্কা প্রভিন্সের রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি সংস্থার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। চুক্তি সাক্ষরের সময় উপস্থিত ছিলেন কাটামার্কার গভর্নর সহ অন্যান্য পদাধীকারীদের উপস্থিতিতে সাক্ষর করা হয়। উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ভাটিয়া।
মউ স্বাক্ষর উপলক্ষ্যে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক এবং কয়লা ও খনি মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং খনি মন্ত্রকের সচিব ভি এল কান্তা রাও।
খনি মন্ত্রকের সূত্র থেকে জানা গেছে এটিই ভারতের প্রথম দেশের বাইরে লিথিয়ামের খোঁজ চালানোর চুক্তি স্বাক্ষর। আর্জেন্টিনার পাঁচটি বল্ক জুড়ে লিথিয়ামের খোঁজ চালাবে ভারতের সংস্থা খনিজ বিদেশ ইন্ডিয়া। যার মধ্যে রয়েছে, কর্টাডেরা ১, কর্টাডেরা ৭, কর্টাডেরা ৮, ক্যাটেও, কর্টাডেরা ৬।
এর পাশাপাশি কাটামার্কাতে একটি শাখা অফিস খোলার প্রস্তুতি শুরু করেছে ভারত। যার জন্য খরচ পড়বে ২০০ কোটি টাকা।
India signs agreement with Argentina for lithium exploration and mining projects
Read @ANI Story | https://t.co/gAFlsfrKDU#India #Argentina #lithium #mining pic.twitter.com/PalnCojGHp
— ANI Digital (@ani_digital) January 15, 2024