Representational Image (Photo Credits: Pixabay)

পাটনা, ১৮ জুলাই: বর্ষার (Rain) মরশুমে ঘটে গেল ভয়াবহ কাণ্ড। এবার বজ্রবিদ্যুতের (Lightning) ঝলকে মৃত্যু হল ৩৩ জনের। আহত বহু। বুধবার এবং বৃহস্পতিবার জুড়ে বিহারে (Bihar) এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বজ্রপাতও ছিল অব্যাহত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জেরেই বিহারে পরপর ৩৩ জনের মৃত্যু হয় বলে খবর। বজ্রপাতে ৩৩ জনের মৃত্যুর খবরে আতঙ্ক ছড়াতে শুরু করেছে বিহার জুড়ে। তবে এখানেই শেষ নয়। বিহারে আরও বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে। রিপোর্টে প্রকাশ, বিহারে বজ্রপাতের জেরে যে ৩৩ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগ কৃষক বলে জানা যাচ্ছে।

বিপর্যয় মোকাবিলাকারী দলের বিহারের অধিকর্তা জানান, বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে কী কী করতে হবে, সে বিষয়ে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে। তাঁদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বিশেষ বার্তা। যাতে যখন বজ্রপাত হবে, সেই সময় কেউ বাড়ির বাইরে না থাকেন। প্রত্যেক যাতে নিরাপদ আশ্রয়ে থাকেন বজ্রপাতের সময়, সেই সতর্কতা প্রচার করা চলছে বলে খবর।

আরও পড়ুন: Bihar: 'কৃষকদের হাতে কাজ না থাকলেই খুন, জখম বেড়ে যায়', বিস্ফোরক মন্তব্য পুলিশের এডিজির

ভয়াবহ বজ্রপাতের জেরে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেকের পরিবারকে ৪০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এমনই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

প্রসঙ্গত ২০২৪ সালে বজ্রপাতের জেরে বিহারে কমপক্ষে ২৪৩ জনের মৃত্যু হয়। ২০২৩ সালে সেই সংখ্যা ছিল ২৭৫। ফলে বজ্রপাতের জেরে মৃত্যু বিহারে যে অহরহ হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। ফলে রাজ্যে সরকারের তরফে এ বিষয়ে একাধিকবার সচেতনতা প্রচার করা হচ্ছে।