পাটনা, ১৭ জুলাই: সামনেই বিহারে নির্বাচন (Bihar)। বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে (Bihar Election) সবকটি রাজনৈতিক দলই নতুন করে সুতো বুনতে শুরু করেছে। এনডিএ (NDA) জোট না ইন্ডিয়া জোটMur, কারা বিহারে সরকার গঠন করবে, তার সুতো তেলে পাকাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এসবের মাঝে এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বিহার পুলিশের এডিজি (Bihar Police ADG ) কুন্দন কৃষ্ণণ।
বিহার পুলিশের এডিজি বলেন, প্রত্যেক বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিহারের বিভিন্ন জায়গায় খুন (Murder), জখম, রাহাজানির পরিমাণ বেড়ে যায়। প্রত্যেক বছর এই কয়েক মাসে বিহারে অস্থিরতা তৈরি হয়। কারণ হিসেবে পুলিশ আধিকারিক বলেন, কৃষকদের হাতে এই সময় কোনও কাজ থাকে না। বৃষ্টি হয় না এপ্রিল, মে, জুন মাসে। বৃষ্টির জলের অভাবে কাজ করতে পারেন না কৃষকরা। ফলে প্রত্যেক বছর এই মাসগুলিতে বিহারে আরও বেশি করে অপরাধ ঘটে বলে রাজ্য পুলিশের এডিজি মন্তব্য করেন। এ বছরও তার অন্যথা হয়নি। এপ্রিল মাস থেকে বিহারে খুন এবং অপরাধের ঘটনা বেড়ে গিয়েছে। ফলে এই খুন, জখম, রাহাজানি রুখতে এবার একটি পৃথক সেল গঠন করা হয়েছে। কে বা কারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত, সে বিষয়ে সব খতিয়ে দেখবে নবগঠিত ওই সেল বলে জানান বিহার পুলিশের এডিজি।
আরও পড়ুন: Prisoner Shot Dead: বিহারে ফের প্রকাশ্যে চলল গুলি, আইসিইউতে ঢুকে জেলবন্দিকে খুন
শুনুন কী বললেন বিহার পুলিশের এডিজি...
#WATCH | Patna: Bihar ADG (HQ) Kundan Krishnan says, "Recently, a lot of murders have happened in the whole of Bihar. Most murders happen in the months of April, May and June. This continues until the rains come, as most farmers do not have work. After the rains, people in the… pic.twitter.com/b1OsUEWGTr
— ANI (@ANI) July 17, 2025
বিহার পুলিশের এই নবগঠিত সেলই শুটারদের তালিকা তৈরি করবে। তারা কোথায় রয়েছে, সেই সমস্ত খোঁজ করবে বলে বিহার পুলিশের এডিজি জানান।
এসবের পাশাপাশি চলতি বছর বিহারে নিরাবচন। ফলে নির্বাচন উপলক্ষ্যে বিহারে যাতে অপরাধের মাত্রা বেড়ে না যায়, সেদিকেও নজর রাখা হবে বলে এডিজি জানান।