নয়াদিল্লিঃ হাসপাতালে (Hospital) ঢুকে একাধিক খুনে (Murder) অভিযুক্ত বন্দিকে গুলি দুষ্কৃতীদের। পাটনার (Patna) 'পারস হাসপাতাল(Paras Hospital)'-এর ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। আতঙ্কে হাসপাতালের অন্যান্য রোগী ও তাঁদের আত্মীয়স্বজনরা। পুলিশ সূত্রে খবর, ওই বন্দির নাম চন্দন মিশ্র। বিহারের বাসিন্দা। খুনের দায়ে থমে বক্সার জেলে বন্দি ছিল সে। সেখান থেকে পরে ভাগলপুর জেলে পাঠানো হয়েছিল তাকে। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এরপর পাটনার রস হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয় চন্দনকে।
বিহারে ফের চলল গুলি, হাসপাতালের বেডে গুলিবিদ্ধ বন্দি
বুধবার সকালে ওই হাসপাতালেই হামলা চালায় দুষ্কৃতীরা। সোজা আইসিইউতে ঢুকে চন্দনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হাসপাতালের বেডেই মৃত্যু হয় ওই বন্দির। । হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে পাটনার বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। পুলিশ জানিয়েছে, মৃত ন্দন মিশ্রের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। কিছু বছর আগে নির্মাণ ব্যবসা শুরু করেছিল সে। সেই ব্যবসা সংক্রান্ত শত্রুতার জেরে খুন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
বিহারে ফের প্রকাশ্যে চলল গুলি, আইসিইউতে ঢুকে জেলবন্দিকে খুন
#WATCH | Paras Hospital firing incident | Central range (Patna) IG Jitendra Rana says, "A criminal named Chandan Mishra, resident of Buxar district, admitted to Paras Hospital for treatment and members of the rival gang shot him. He is undergoing treatment...He was shot multiple… pic.twitter.com/Zrvbap2Xdc
— ANI (@ANI) July 17, 2025