নয়াদিল্লিঃ রাতের অন্ধকারে গ্রামের ভিতর ঢুকে পড়ল চিতাবাঘ (Leopards)। একটি নয়, দু'টি চিতাবাঘকে গ্রামে ঘুরে বেড়েতে দেখা গেল। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের টিকলি গ্রামে। সিসিটিভি ফুটেজ-এ (CCTV Footage) দেখা গিয়েছে গভীর রাতে এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে দু'টি চিতাবাঘ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। জানা যাচ্ছে, প্রায় ১০ টির বেশি গবাদি পশুকে (Cattle) হত্যা করেছে দুই চিতা। বিগত বেশকিছু দিন ধরেই গ্রামে গবাদি পশুদের মৃত অবস্থায় পাওয়া যাচ্ছিল। গোয়াল ঘরে মরে পড়ে থাকতে দেখা যায় গৃহপালিত পশুদের। এমনকী নিখোঁজ বেশকিছু গৃহপালিত। এরপরই গ্রামবাসীদের সন্দেহ হয়। অবশেষে সিসিটিভি ফুটেজ ঘেঁটে হাতে এসেছে এই ভিডিয়ো যাতে দেখা যাচ্ছে এগুলি চিতাবাঘের কাজ। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই খবর দেওয়া হয়েছে বনদফতরে। চিতাবাঘ দু'টিকে উদ্ধারের চেষ্টা চলছে। বন দফতরের এক আধিকারিক বলেন, "গ্রামের গোয়ালঘরগুলিতে জাল দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে তা উঁচু পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হোক। দু'টি খাঁচা আনা হয়ে গিয়েছে। বড় জাল আনা হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি চিতাবাঘ দু'টিকে আমরা উদ্ধার করতে পারব। ফাঁকা জায়গা হওয়ায় বাঘ দু'টিকে হাতের নাগালে পাওয়া খুব সহজ হবে না।"
দেখুন ভিডিয়ো
#WATCH | Haryana: Two leopards were seen entering a cowshed in Tikli village of Gurugram, 10 cattle reportedly killed by them.
Forest official says, "We have given directions to the cowshed management to raise the height of its boundary wall and set up nets. They have requested… pic.twitter.com/Hy9YCwLwIw
— ANI (@ANI) June 26, 2024